মঙ্গলবার, ০৮ আগস্ট, ২০১৭, ০৮:০৪:৫৮

লাহোরে ভয়ঙ্কর বিস্ফোরণ : প্রাণে বাঁচলেন নওয়াজ শরিফ

লাহোরে ভয়ঙ্কর বিস্ফোরণ : প্রাণে বাঁচলেন নওয়াজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক : পানামা পেপারস কেলেঙ্কারীতে নাম জড়িয়ে সদ্য বিদায়ী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বুধবার অল্পের জন্য প্রাণে বাঁচলেন। গতকাল লাহোরে ভয়ঙ্কর বিস্ফোরণের নিশানাতেই ছিলেন তিনি।

এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। একটি ট্রাকে রাখা বিস্ফোরক থেকেই এই দুর্ঘটনা ঘটে বলে এখনো পর্যন্ত জানা গেছে। এ হামলায় কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে।

সরকারি সূত্রে খবর, বিস্ফোরক উপকরণ আটু ফল রোডে একটি ট্রাকের মধ্যে লুকিয়ে রাখা ছিল। প্রসঙ্গত, এই রাস্তা দিয়েই নওয়াজ শরিফের নিজের শহরে ফেরার কথা ছিল। রবিবার নওয়াজ শরিফ প্রথমে গ্রান্ড ট্রাঙ্ক রোড দিয়ে ইসলামাবাদ থেকে লাহোরে যাওয়ার কথা ছিল।

তবে, বুধবার তার এই যাত্রা স্থগিত রাখা হয়। সূত্রের খবর, এই বিস্ফোরক উপকরণ শরিফকে নিশানা করেই রাখা হয়েছিল। স্থানীয় সময়ানুযায়ী রাত ৯টার দিকে এই বিস্ফোরণ হয়। পুলিশ এবং উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে ওই এলাকা ঘিরে ফেলে।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে