বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭, ০৭:৪০:২১

বিদায়কালে মুসলমানদের নিয়ে বোমা ফাটালেন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি

বিদায়কালে মুসলমানদের নিয়ে বোমা ফাটালেন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি

আন্তর্জাতিক ডেস্ক : দুই দশক ধরে দুই দফায় উপরাষ্ট্রপতি ছিলেন হামিদ আনসারি। সাবেক আমলা আনসারির উপরাষ্ট্রপতির পদে বৃহস্পতিবারই ছিল শেষ দিন। তার আগে রাজ্যসভা টিভিতে একটি সাক্ষাত্‍কারে তিনি বড় বিতর্ক তৈরি করলেন। তিনি দাবি করেন, দেশে মুসলমানদের মধ্যে নিরাপত্তার অভাব রয়েছে।

'ঘর বাপসি', যুক্তিবাদী ও গোরক্ষকদের দ্বারা মুসলমানদের হত্যার ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ''এ হল ভারতীয় মূল্যবোধের অবক্ষয়। দেশের বিভিন্ন জায়গায় আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা কর্তৃপক্ষের আইনের শাসন প্রতিষ্ঠা করার অক্ষমতা। কোনও ভারতীয় নাগরিকের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠাটাই একটি উদ্বেগের বিষয়।''

মুসলমানরা এ দেশে নিরাপত্তার অভাব বোধ করছে কিনা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ''হ্যাঁ আমি যা শুনছি, তাতে এই ধারণাটি ঠিক।'' আনসারি দাবি করেন, এই বিষয়গুলি তিনি শুধু সরকারের মন্ত্রী নয়, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনাতেও তুলেছেন। তবে তা নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি।

আনসারির এই বক্তব্য শুনেই বিজেপি নেতারা উপরাষ্ট্রপতিকে কড়া আক্রমণ করেন। এমন কী যিনি হামিদ আনসারির জায়গায় উপরাষ্ট্রপতি পদে বসবেন সেই বেঙ্কাইয়া নাইডুও আনসারির বক্তব্যের সমালোচনা করেন। কারও নাম না করে সংবাদসংস্থা পিটিআই-কে নাইডু বলেন, ''কিছু মানুষ বলছেন সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এটি আসলে রাজনৈতিক প্রচার। সারা বিশ্বের সঙ্গে তুলনা করলে, ভারতে সংখ্যালঘুরা অনেক নিরাপদ ও তাদের যা প্রাপ্য তারা তা পেয়ে থাকেন।''

বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় আরও এক ধাপ উঠে বলেন, ''আমি এই বক্তব্যের নিন্দা করি। মনে হচ্ছে তিনি অবসরের পরে রাজনৈতিক আশ্রয় পাওয়ার জন্যই তিনি এই ধরনের মন্তব্য করছেন। তিনি এখনও উপরাষ্ট্রপতি আর তার বক্তব্য তার পদের সঙ্গে খাপ খায় না।''

বিশ্ব হিন্দু পরিষদও আনসারিকে ছেড়ে কথা বলেনি। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সুরেন্দ্র জৈন দাবি করেন, ''এই ধরনের মন্তব্য করে জিন্নাহর মতো আনসারিও আরও একটি দেশভাগের দিকে ভারতকে নিয়ে যাচ্ছেন।''

যদিও রাজ্যসভায় নরেন্দ্র মোদি তার ভাষণে হামিদ আনসারির প্রশংসাই করেন। সাবেক আমলা হওয়ায় আনসারির থেকে কূটনৈতিক বিষয়ে অনেক সাহায্য পেয়েছেন বলেও তিনি জানান। তবে আনসারির বিদায়ী সাক্ষাত্‍কার হিন্দু-মুসলমান নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিল।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে