শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭, ০৮:০৮:১২

মক্কা-মদিনা বা মোহাম্মদকে নয়, শুধু আল্লাহকেই মান্য করি : ওয়াইসি

মক্কা-মদিনা বা মোহাম্মদকে নয়, শুধু আল্লাহকেই মান্য করি : ওয়াইসি

আন্তর্জাতিক ডেস্ক : মুম্বাইয়ের স্কুলগুলিতে বন্দে-মা-তরম গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। আর তা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়েই বিস্ফোরক কথা বললেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। এ সিদ্ধান্তের সমালোচনা তিনি তো করেইছেন। পাশাপাশি তার মন্তব্যে বিতর্ক ছড়িয়েছে খোদ মুসলিম সম্প্রদায়ের মধ্যেও।

কী বলেছেন আসাদউদ্দিন? মু্ম্বাইয়ের কর্পোরেশন স্কুলে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করার তীব্র সমালোচনা করেছেন তিনি। জানিয়েছেন, এটা আমাদের জাতীয় স্তোত্র ঠিকই। কিন্তু তা গাওয়া বাধ্যতামূলক করা বিজেপির একটি রাজনৈতিক প্রচার। জাতীয় সংগীত নিশ্চয়ই সকলে গাইবেন। কিন্তু জাতীয় স্তোত্র যখন জোর করে বাধ্যতামূলক করা হচ্ছে, তখন তা জোর করে হিন্দুত্ব চাপানো ছাড়া আর কিছুই নয় বলে মত এই মুসলিম নেতার।

এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছেন, মুসলিমরা শুধু আল্লাহর প্রশংসা করেন, না মক্কা-মদিনা, না মোহাম্মদ(সা:)। তার মানে এই নয় যে মুসলিমরা দেশ বা জাতির জন্য স্বার্থত্যাগ করেননি। দেশের ইতিহাস এর সাক্ষী থেকেছে। তার এই বক্তব্যই ক্ষুব্ধ মুসলিম সম্প্রদায়ের একাংশ।

যদিও পুরো বক্তব্যে বিজেপিকেই একহাত নিয়েছেন আসাদউদ্দিন ওয়াইসি। তার দাবি, হিন্দুত্বকে জোর করে চাপিয়ে দিয়ে দেশের ধর্মনিরপেক্ষ মূর্তিটিই নষ্ট করছে এই দল। তার দাবি, বিজেপির প্রকৃত মুখটি এই ধরনের কাজেই আর গোপন থাকছে না।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে