শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭, ০৯:২৮:৫৫

যোগী আদিত্যনাথ সরকারের নতুন নির্দেশে ক্ষুব্ধ মুসলিম সমাজ

যোগী আদিত্যনাথ সরকারের নতুন নির্দেশে ক্ষুব্ধ মুসলিম সমাজ

আন্তর্জাতিক ডেস্ক : ১৫ আগস্ট ভারতে স্বাধীনতার ৭১তম বর্ষপূর্তি। আর তা পালন করতে কড়া নির্দেশিকা জারি করলো উত্তর প্রদেশ সরকার। স্কুল, কলেজে তো বটেই রাজ্যের সমস্ত মাদ্রাসাতেও স্বাধীনতা দিবস পালন বাধ্যতামূলক।

আর সেটা ঠিক ভাবে করা হচ্ছে কি না, তার উপরে নজরদারি চালাবে যোগী আদিত্যনাথ সরকার৷ উত্তরপ্রদেশে প্রায় আট হাজার মাদ্রাসা রয়েছে। এর মধ্যে সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসার সংখ্যা ৫৬০।

নির্দেশিকায় বলা হয়েছে, প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত গেয়ে ত্রিবর্ণ পতাকা উত্তোলন করতেই হবে৷ রাজ্যের সব মাদ্রাসাকে এই মর্মে নির্দেশ পাঠিয়েছ যোগী আদিত্যনাথ সরকার৷ শুধু তাই নয়, স্বাধীনতা দিবস পালনের পুরো অনুষ্ঠানটির ছবি ও ভিডিও রের্কড করতে হবে৷

স্বাধীনতা দিবস পালন নিয়ে বিস্তারিত নির্দেশিকা জারি করেছে উত্তরপ্রদেশে মাদ্রাসা শিক্ষা পরিষদ। প্রতিটি জেলার সংখ্যালঘু কল্যাণ কর্মকর্তাদেরও আলাদা করে এই নির্দেশ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করে তার ভিডিও রেকর্ডিং কেন করতে হবে? যোগী সরকারের যুক্তি, ভবিষ্যতে আরও ভাল অনুষ্ঠানের জন্য এই ভিডিও-কে নজির হিসেবে ব্যবহার করা হবে৷ যদিও এই যুক্তি মানতে নারাজ অনেক মাদ্রাসাই। প্রশ্ন উঠেছে, তবে কি যোগীর মনে মাদ্রাসা শিক্ষার্থীদের দেশপ্রেম নিয়ে সন্দেহ রয়েছে?

নির্দেশিকায় বলা হয়েছে, সকাল আটটায় প্রতিটি মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন হবে৷ এর পরে জাতীয় সঙ্গীত গেয়ে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা অর্পণ করবে মাদ্রাসা শিক্ষার্থীরা৷ সাংস্কৃতিক ও ক্রীড়ামূলক অনুষ্ঠানও আয়োজন করতে হবে। শেষে শিক্ষার্থীদের মধ্যে মিষ্টি বিতরণ।

যাতে সঠিক ভাবে ও উচ্চারণে জাতীয় সঙ্গীত গাওয়া হয়, তারও উদ্যোগ নিয়েছে যোগী রাজ্যের মাদ্রাসা শিক্ষা পরিষদ। হিন্দি ও উর্দু ভাষায় জাতীয় সঙ্গীত লিখে পাঠানো হয়েছে সব মাদ্রাসায়৷
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে