শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭, ১০:৪০:৪৪

ডোকলাম সীমান্তে আরও আগ্রাসী ভারতীয় সেনা, জবাবে চীনা সেনা..

ডোকলাম সীমান্তে আরও আগ্রাসী ভারতীয় সেনা, জবাবে চীনা সেনা..

আন্তর্জাতিক ডেস্ক : ডোকলাম সীমান্ত নিয়ে আরও আগ্রাসী মনোভাব দেখাল ভারতীয় সেনা। ডোকলাম লাগোয়া গ্রামগুলি খালি করার জন্য সেনার তরফে বাসিন্দাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। সুকনা থেকে আর ভারতীয় সেনা পাঠানো হচ্ছে ডোকলামে।

ডোকলামের ত্রিদেশীয় সীমান্ত থেকে ৩৫ কিমি দূরে অবস্থিত নাথাং গ্রাম। জানা গেছে, ওই গ্রামের কয়েকশো বাসিন্দাকে এলাকা থেকে চলে যেতে বলা হয়েছে। কিন্তু, কেন গ্রামবাসীদের এলাকা ছাড়তে বলা হয়েছে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। কেউ বলছেন, সুকনা থেকে ৩৩ কর্পের কয়েক হাজার সেনা ডোকলামে রওনা দিয়েছে। তাদের থাকার ব্যবস্থা করার জন্যই ওখানকার বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

অন্যদিকে প্রশ্ন উঠছে, যুদ্ধ বাধলে যাতে সাধারণ নাগরিকের কোনও ক্ষতি না হয়, সেজন্যই কি তাদের সরানো হচ্ছে? ওখানকার বাসিন্দারা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওই এলাকায় সেনা কনভয়ের যাতায়াত বেড়েছে।

তবে ভারতীয় সেনার তরফে এই নিয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি। শুধু জানানো হয়েছে, এটা একটা রুটিন প্রক্রিয়া। প্রতি বছরের মতো এবারও বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অন্য বছর সেপ্টেম্বরে সরানো হয়। সেটা এবছর এখন শুরু হয়েছে।

অন্যদিকে, সূত্রে জানা গেছে, চীন তাদের সেনাকে ১০০ মিটার পিছিয়ে নিয়ে যাচ্ছে। একইসঙ্গে তাদের দাবি, ভারতও তাদের সেনাকে আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে যাক। ভারত অবশ্য প্রথম থেকে দাবি জানিয়েছে, চীনের সেনাকে ২৫০ মিটার পিছিয়ে যেতে হবে।

প্রসঙ্গত, সিকিমের ডোকলাম সীমান্ত নিয়ে কিছুদিন ধরেই উত্তেজনা রয়েছে ভারতীয় ও চীন সেনার মধ্যে। ভারতীয় সেনার দুটি বাঙ্কারও গুঁড়িয়ে দেয় চীন। দুটি দেশের মধ্যে বাকযুদ্ধও চলে। ১৯৬২ সালের যুদ্ধের কথা স্মরণ করিয়ে ভারতকে হুঁশিয়ারি দেয় চীন। পালটা হুঁশিয়ারি দিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি বলেন, ১৯৬২ সালের ভারত আর ২০১৭ সালের ভারত এক নয়।  
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে