সোমবার, ১৪ আগস্ট, ২০১৭, ০৯:১৫:১৩

কাতিফ শহর ঘিরে ফেলেছে সৌদি বাহিনী

কাতিফ শহর ঘিরে ফেলেছে সৌদি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের শিয়াপ্রধান পূর্বাঞ্চলীয় শহর কাতিফ ঘিরে ফেলেছে দেশটির নিরাপত্তা বাহিনী। কয়েক মাস ধরে পুলিশের সাথে সংঘর্ষ ও অস্থিরতার পর এ ব্যবস্থা নেয়া হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এ খবর জানিয়েছে।

গত সপ্তাহে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, পূর্বাঞ্চলীয় কাতিফের আওয়ামিয়া জেলা নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে অঞ্চলটিতে অস্থিরতা বেড়ে গিয়েছিল।

হিউম্যান রাইটস ওয়াচ রোববার বলেছে, ‘সৌদি নিরাপত্তা বাহিনী আওয়ামিয়া এলাকা পুরোপুরি ঘিরে রেখেছে।’

নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠনটি বলেছে, ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ধারণ করা উপগ্রহ চিত্রে দেখা গেছে, বেসামরিক অবকাঠামোসহ শহরটির বড় অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচের মধ্যপ্রাচ্যবিষয়ক ডিরেক্টর সারাহ লি হুইটসন বলেছেন, নিরাপত্তা বাহিনীর কারণে ধ্বংস হওয়া সম্পত্তির ক্ষতিপূরণসহ জনসাধারণ যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে, ব্যবসা ও ক্লিনিক আবার চালু করতে পারে সৌদি কর্তৃপক্ষের এ ব্যাপারে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করা উচিত। আওয়ামিয়াতে সাম্প্রতিক অস্থিতিশীলতার জন্য সৌদি কর্তৃপক্ষ সন্ত্রাসী ও মাদক পাচারকারীদের দোষারোপ করছে।

২০১১ সালে আরব বসন্তের পর থেকেই সৌদি আরবের তেলসমৃদ্ধ পূর্বাঞ্চলীয় শহরটি স্বল্পকালের জন্য বিক্ষোভের কেন্দ্রে পরিণত হয়েছিল।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে