আন্তর্জাতিক ডেস্ক: সীমান্ত নিয়ে ভারতের সাথে দ্বন্দ্ব চীনের , ভারতের সাথে যোগ দিয়েছে জাপান। প্রতিবেশী চীনকে একহাত নিয়ে ডোকলাম ইস্যুতে এবার ভারতের পাশে জাপান।
জাপান জানিয়েছে ডোকলাম নিয়ে সেনার দ্বারা বর্তমান পরিস্থিতি পাল্টানোর চেষ্টা একেবারেই উচিত নয়। এইভাবে পরোক্ষে ডোকলাম ইস্যুতে ভারতীয় সেনার অবস্থানকে কূটনৈতিকভাবে সমর্থন জানিয়েছে জাপান।
ভূটান ও ভারতের পাশে থেকে জাপান ভারতের কূটনৈতিক দাবিকে সমর্থন জানিয়েছে বলে মনে করা হচ্ছে। ভূটান ভুখণ্ড ডোকলামে চীনা সেনার রাস্তা নির্মাণ নিয়ে ভারত যে প্রতিরোধ গড়ে তুলেছে , তাতে কার্যত সায় দিয়েছে জাপান।
এর আগে এই ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র আলোচনার বিষয়ে মত পোষণ করার পর পরই জাপানের তরফে মুখ খোলা হয়েছে। যদিও ডোকলাম ইস্যুতে মার্কিনমুলুকের কূটনৈতিক চাল ভারতের পক্ষে রয়েছে বলেই মত অনেক বিশেষজ্ঞদের।
উল্লেখ্য, জাপানের প্রাইমমিনিস্টার শিনজো আবের ভারত সফরের আগেই জাপানের তরফ থেকে এই ধরণের সমর্থন বেশ তাত্পর্যপূর্ণ। এছাড়াও জাপানের রাষ্ট্রদূত কেনজি হিরামাস্তু সেদেশের অবস্থান নিয়ে অবহিত করেছেন দিল্লিকে ও থিম্পুকে। জাপান বিষয়টিকে শান্তিপূর্ণভাবে সমাধানের বার্তা দিয়েছে।
অন্যদিকে ভারতের তরফেও নিজের সেনাকে ডোকলাম ইস্যুতে চীনা সৈনিকদের উস্কানিতে সাড়া না দিতে বলা হয়েছে। ফলে গোটা বিষয়টিই ধীরে ধীরে চীনেরা হাতের বাইরে যেতে শুরু করেছে বলে অনেক বিশেষজ্ঞদের মত। --ওয়ান ইন্ডিয়া
এমটিনিউজ২৪/এম.জে