শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭, ০৪:০৬:২২

ডোবা থেকে উদ্ধার হলো পুরনো গাড়ি, ভেতরে ভয়ানক লাশ!

ডোবা থেকে উদ্ধার হলো পুরনো গাড়ি, ভেতরে ভয়ানক লাশ!

আন্তর্জাতিক ডেস্ক: ডোবার ভেতর কিছু একটা রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের পুলিশের কাছে এমন খবর এসেছিল। এরপর পুলিশ অনুসন্ধান করতে গিয়ে যা পেল তা একেবারে যেন কেঁচো খুড়তে সাপ!

প্রথমে বুয়েনা ভিসতা শহরের পাশ্ববর্তী সড়কের ডোবার ভেতর থেকে একটি গাড়ির সন্ধান পাওয়া যায়। পুরনো গাড়ি। ১৯৭৩ সালের মডেলের বিক ইলেকট্রা ২২৫ গাড়ি সেটি। এরপর আরেকটু অনুসন্ধান করে যা পাওয়া গেল, তা দেখে সবাই অবাক। গাড়ির ভেতরে রয়েছে ভয়ানক এক ব্যক্তির কংকাল।

যে স্থানে গাড়িটি পাওয়া যায়, তা ডেট্রয়েট শহর থেকে ৮০ মাইল উত্তর-পূর্বে। সেখানে এক ডাইভিং কোম্পানি সরকারি মালিকানাধীন পুকুরটি পরিষ্কার করছিল। তাতেই মিলে পুরনো গাড়িটি।

মিশিগান পুলিশ জানিয়েছে, এক ব্যক্তি ১৯৮৪ সাল থেকে নিখোঁজ রয়েছেন। এ লাশটি তার বলেই সন্দেহ করা হচ্ছে। তবে বিস্তারিত জানার আগ পর্যন্ত সে ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। কিভাবে তার গাড়িটি পানিতে এল, কিভাবে বা মারা গেলেন তিনি, এসব প্রশ্নের উত্তর মেলেনি এখনও।

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে