মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭, ১১:৩৫:২৬

ট্রাম্পের বিরুদ্ধে জোট বাঁধছে পাকিস্তান-চীন-রাশিয়া!

ট্রাম্পের বিরুদ্ধে জোট বাঁধছে পাকিস্তান-চীন-রাশিয়া!

আন্তর্জাতিক ডেস্ক : চীন এবং রাশিয়ার সঙ্গে জোটবদ্ধ হতে চলেছে পাকিস্তান৷ ট্রাম্প প্রশাসনের নতুন আফগান নীতিতে কোনঠাসা হতে পারে পাকিস্তান৷ বিশেষজ্ঞদের মত, আফগান নীতিকে মোকাবিলা করতেই চীন এবং রাশিয়ার সঙ্গে জোট বাঁধতে চলেছে পাকিস্তান৷

সম্প্রতি, পাকিস্তান খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে৷ তার উপরে আফগান কৌশলে বেশ চাপের মুখে পড়তে চলেছে পাকিস্তান৷ ট্রাম্প আফগানিস্তানের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয়া যায় সেই বিষয়টিই এই নয়া পলিসিতে জানাবেন৷স্থানীয় সময়ে আজ রাতেই এই নতুন কৌশল ঘোষণা করতে চলেছেন৷ ওই রিপোর্ট অনুযায়ী, ট্রাম্প প্রশাসন এই নয়া পলিসিতে ভারতের কী ভূমিকা হবে সেটি খতিয়ে দেখবে৷

যদিও গতকাল মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম মাট্টিস গতকাল এই বিষয়টি নিশ্চিত করেন৷ তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এটি সম্পূর্ণভাবেই ‘সাউথ এশিয়া স্ট্র্যাটেজি’৷ এই নতুন আফগান কৌশলটি পাকিস্তান কিভাবে প্রতিহত করবে সেই নিয়ে ভাবনাচিন্তাও করেছে পাকিস্তান৷ ইতিমধ্যেই পাকিস্তান স্বীকার করে নিয়েছে যে, ইতিমধ্যেই ওয়াশিংটন থেকে এই বিষয়টি সম্পর্কে সংকেত এসে পৌঁছেছে৷
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে