মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭, ১১:৩৮:০৯

তুরস্কে মার্কিন ড্রোন বিধ্বস্ত

তুরস্কে মার্কিন ড্রোন বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে একটি মার্কিন ড্রোন বিধ্বস্ত হয়েছে এবং এর কারণ অনুসন্ধান করা হচ্ছে। তুর্কি বিমানঘাঁটি ইনজারলিকের ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

স্থানীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে দূর নিয়ন্ত্রিত এমকিউ-১ প্রিডেটর ড্রোনটি বিধ্বস্ত হয়। অবশ্য এ সম্পর্কে বিস্তারিত আর কোনো তথ্য দেয়া হয়নি।

তুরস্কের দক্ষিণাঞ্চলে অবস্থিত ইনজারলিক বিমানঘাঁটিতে মার্কিন বিমান বাহিনী মোতায়েন রয়েছে। ন্যাটোর মিশনসহ আইএস-বিরোধী লড়াইয়ে এখান থেকে অংশ নেয়া হয়।

গত বছরের সামরিক অভ্যুত্থানের পর তুরস্ক ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কে অবনতি ঘটলেও দেশটি থেকে এখনো মার্কিন বিমান পরিচালনা করা হয়।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে