আন্তর্জাতিক ডেস্ক : এ বছরের ১১ মে থেকে টানা শুনানি করার পর, তিন তালাক নিয়ে রায়দান স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্ট। সংখ্যাগরিষ্ঠ বিচারপতির রায়ে তাৎক্ষণিক তিন তালাককে (তালাক-এ-বিদাত) অবৈধ ও অসাংবিধানিক বলে ঘোষিত হল। তিন তালাক নিয়ে মে মাসের ৬ দিন শুনানির পর ভারতের সুপ্রিম কোর্ট এই রায় দিল।
১। পাঁচ জন বিচারপতির মধ্যে তিন জন বিচারপতি তিন তালাককে অবৈধ বলে রায় দেন।
২। প্রধান বিচারপতির সঙ্গে বিচারপতি আবদুল নাজির তিন তালাকের সঙ্গে সংবিধানের কোনও সংঘাত নেই বলে রায় দেন।
৩। তবে সুপ্রিম কোর্ট কেন্দ্র সরকারকে ৬ মাসের মধ্যে মুসলিমদের বিবাহবিচ্ছেদ নিয়ে নতুন আইন প্রণয়ন করতে নির্দেশ দিয়েছে।
৪। সুপ্রিম কোর্টের সংখ্যাগরিষ্ঠ রায়ে বলা হয়েছে তিন তালাক মুসলমান মহিলাদের মৌলিক অধিকারকে লঙ্ঘন করে।
৫। আইনজীবী সইফ মেহমুদ দাবি করেন, প্রধান বিচারপতি তাঁর রায়ে বলেছেন, কোনও ধর্মের পার্সোনাল ল-তে কোনও সাংবিধানিক কোর্টের হাত দেওয়া উচিত নয়।
৬। শিখ, খ্রিস্টান, পার্সি, হিন্দু ও ইসলাম— পাঁচ ধর্মের বিচারপতিদের নিয়ে গঠিত হয়েছিল এই বিশেষ সাংবিধানিক বেঞ্চ। এই বেঞ্চে ছিলেন, প্রধান বিচারপতি জে এস খেহর, বিচারপতি কুরিয়ান জোসেফ, বিচারপতি আর এফ নরিম্যান, বিচারপতি ইউ ইউ ললিত, বিচারপতি আবদুল নাজির।
৭। ছ’জন আবেদনকারী ছিলেন তিন তালাকের এই মামলায়। শায়রা বানো, ইশরাত জাহান, গুলশন পরভীন, আফরিন রহমান, আতিয়া সাবরি ও ভারতীয় মুসলিম মহিলা আন্দোলন সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন।
৮। তিন তালাকের আবেদনের বিরুদ্ধে ছিল মুসলিম পার্সোনাল ল বোর্ড। যাঁদের বক্তব্য ছিল, ধর্মীয় অধিকারের ব্যাপারে আদালত নাক গলাতে পারে না।-এবেলা
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস