মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭, ০১:৫৮:০২

সূর্যগ্রহণের সময় ট্রাম্পের কাণ্ড! এখন সেটাই খবরের শিরোনাম

সূর্যগ্রহণের সময় ট্রাম্পের কাণ্ড! এখন সেটাই খবরের শিরোনাম

আন্তর্জাতিক ডেস্ক : সূর্যগ্রহণের সময় খালি চোখে আকাশে তাকাতে নেই- এটা প্রায় সবারই জানা। অথচ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কাজটি করে যাচ্ছিলেন বার বার! এতটুকুও জানা নেই ট্রাম্পের! আর সেটা নজর এড়ায়নি গণমাধ্যমের। তার প্রতিটি মুহূর্ত ক্যামেরাবন্দি করেছে তারা। এখন সেটাই খবরের শিরোনাম।

সিএনএনের খবরের শিরোনাম, হ্যাঁ, সূর্যগ্রহণের সময় খালি চোখেই আকাশের দিকে তাকালেন ট্রাম্প।

তাতে বলা হচ্ছে, তিন-তিনবার একই ভুল করেছেন ট্রাম্প। পরে তার ছোট ছেলে ব্যারন এসে তাকে ক্ষতিকররশ্নি প্রতিরোধক গ্লাস দিয়ে যান।

সূর্যগ্রহণের সময় ফাস্টলেডি মেলেনিয়া ট্রাম্পকে নিয়ে হোয়াই হাউজের ব্যালকনিতে আসেন মার্কিন প্রেসিডেন্ট। এসেই সূর্যের দিকে তাকিয়ে দেখেন। সাথে সাথেই ক্যামেরাবন্দি সেই মুহূর্ত!

এরপর আবার! আঙুল দিয়ে দেখাতে থাকেন তিনি। সেই মুহূর্ত আবারো ক্যামেরাবন্দি!

কথায় আছে, দান দান তিন দান। তাই ছোট ছেলে ব্যারন ব্যালকনিতে আসার পর আরো একবার খালি চোখেই সূর্যগ্রহণ দেখলেন ট্রাম্প। সংযোগের অপেক্ষায় থাকা ক্যামেরায় ক্লিক ক্লিক!

এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে