মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭, ০৪:২৯:০৮

যে কারণে আগামী ৬মাস তিন তালাক দেওয়া যাবে না: ৫ বিচারপতির রায়

যে কারণে আগামী ৬মাস তিন তালাক দেওয়া যাবে না: ৫ বিচারপতির রায়

আন্তর্জাকিত ডেস্ক: মঙ্গলবারই তিন তালাক মামলায় যুগান্তকারী রায় দিয়েছে শীর্ষ আদালত। নির্দেশ অনুসারে, ভারতে আগামী ৬ মাস তিন তালাক দেওয়া যাবে না। ভারতীয় সরকার আইন তৈরি করার পরই পরবর্তী পদক্ষেপ। সংসদ কি ধরনের আইন তৈরি করবে, তার ওপরই সবকিছু নির্ভর করছে।

এদিন পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ এই রায় দেন যে তিন তালাক আগামী ৬ মাসের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে। তবে তাঁরা কোথাও এই আইনকে একে অবৈধ, অসাংবিধানিক বলে ঘোষণা করেননি। তাঁরা পুরো বিষয়টাই ছেড়ে দিয়েছেন সরকারের উপর।

এদিকে, কেন্দ্র সিদ্ধান্ত না নিতে পারলে ফের সুপ্রিম কোর্ট আইনজীবীদের নিয়ে বসবে এবং এই আইন প্রনয়নের প্রক্রিয়া জারি থাকবে। পাশাপাশি ৬ মাসের এই নিষেধাজ্ঞাও জারি থাকবে। বলাই যায় দেশ থেকে একপ্রকার উঠেই গেল মুসলিম সমাজে তিন তালাক দিয়ে বিবাহ বিচ্ছেদের প্রথা।

এদিন ভারতীয় সুপ্রিম কোর্টের রায়ে ঠিক কি কি উক্তি করা হয়েছে, দেখে নিন একনজরে:

১. তিন তালাক কোনও ধর্মের অবিচ্ছেদ্য অংশ নয়। পাশাপাশি এই প্রথা সংবিধান বিরোধী।

২. এইরকম অদ্ভুত উপায়ে একজন পুরুষকে বিচ্ছেদ করার অধিকার দেওয়া উচিৎ নয়।

৩. যা ধর্মের চোখেই পাপ, তা কখনই আইনের চোখে বৈধ হতে পারে না।

৪. আদালতের বক্তব্য, এই রীতি অসাংবিধানিক ও ইসলামের অংশ নয়।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে