মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭, ০৬:১৯:০৯

‘ভারতকে আক্রমণ করার মতো কোনও শক্তি বিশ্বে নেই’

‘ভারতকে আক্রমণ করার মতো কোনও শক্তি বিশ্বে নেই’

আন্তর্জাতিক ডেস্ক : একদিকে সিকিম সীমান্তের ডোকলামে চাপানউতোর নিয়ে চীনকে বার্তা দিলেন। বললেন, খুব শীঘ্রই ডোকলাম ইস্যুর সমাধান হবে। কারণ, ভারত শান্তি চায়। চীনও ইতিবাচক পদক্ষেপ নেবে বলে আশাপ্রকাশ করলেন।

অন্যদিকে, ভারতের সেনার প্রশংসা করে বললেন, আমাদের সেনাদের যখন দেখি, মনে হয় ভারতকে আক্রমণ করতে পারে এমন কোনও শক্তি বিশ্বে নেই। সোমবার ভারত-তিব্বত সীমান্ত পুলিশের (ITBP) আয়োজিত এক অনুষ্ঠানে এই দুই বার্তা দিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

দু’মাসের বেশি সময় ধরে ডোকলাম সীমান্তে চীন ও ভারতের সেনার মধ্যে উত্তেজনা রয়েছে। সোমবার এই নিয়ে মুখ খোলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, খুব শীঘ্রই ডোকলাম ইস্যুর সমাধান বেরোবে। আমি প্রতিবেশীদের বলতে চাই, ভারত শান্তি চায়। কোনওরকম লড়াই চায় না। চীনকেও ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

এরপরই তিনি বলেন, জীবনে মানুষ বন্ধু বদল করতে পারে। কিন্তু প্রতিবেশী বদলাতে পারে না। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ় শরিফকে আমন্ত্রণ জানানোর প্রসঙ্গ তোলেন তিনি। বলেন, শুধুমাত্র হাত মেলানোর জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাননি মোদি। প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্কের জন্য এটা করেছিলেন।

ভারতীয় সেনার সাহসিকতার প্রশংসা করে বলেন, একবার লাদাখে গিয়েছিলাম। এত ঠান্ডা জীবনে দেখিনি। আমাকে বলা হয়েছিল, সেনারা সকালে আমার সঙ্গে দেখা করবে। ভেবেছিলাম, ঠান্ডায় কুঁকড়ে থাকবে তারা। কিন্তু, তাদের উদ্যম দেখে অবাক হয়ে গিয়েছিলাম। আমাদের এই সাহসী সেনাদের জন্য কেউ ভারতকে চোখ দেখাতে সাহস পাবে না। সেনাদের দেখলে মনে হয়, ভারতকে আক্রমণ করার মতো কোনও শক্তি বিশ্বে নেই।  

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে