বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭, ১১:৩২:৩৬

ট্রাম্পের মন্তব্যের জবাব দিতে স্পেশাল পার্লামেন্ট সেশন ডাকলেন ইমরান

ট্রাম্পের মন্তব্যের জবাব দিতে স্পেশাল পার্লামেন্ট সেশন ডাকলেন ইমরান

আন্তর্জাতিক ডেস্ক  : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে অসন্তুষ্ট পাকিস্তান৷ এবার সেই মন্তব্যের জবাব দিতে ও বিস্তারিত আলেচনার জন্য বিশেষ পার্লামেন্টরি সেশন ডাকলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ চিফ ইমরান খান৷

আজ সেদেশের একটি সংবাদপত্র এখবরটি প্রকাশ করেছে৷ ইমরান বলেছেন, “আমাদের একত্রিত হওয়া দরকার৷ আমেরিকাকে এনিয়ে একটি বার্তাও পাঠাতে হবে৷ নিজেদের ব্যার্থতার দোষ আমেরিকা পাকিস্তানের উপর চাপিয়ে দিতে পারে না৷” তিনি এও জানিয়েছেন, আমেরিকার অভিযোগের বিরুদ্ধে একত্রিত পাকিস্তান সরকার ও সেনাবাহিনী৷

প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি ও বিদেশমন্ত্রী খায়াজা আসিফ এখনও পর্যন্ত ট্রাম্পের মন্তব্যের কোনও জবাব দেননি৷ তবে ইমরান খান আব্বাসিকে একটি কড়া বার্তা দেওয়ার অনুরোধ জানিয়েছেন৷ তিনি অভিযোগ তুলেছেন, আমেরিকা ভারতের তারিফ করছে৷

কিন্তু পাকিস্তানের পরিশ্রমকে কোনও কৃতিত্ব দিচ্ছে না৷ আমেরিকা যা আর্থিক সাহায্য দিয়েছিল, তার থেকে পাকিস্তান আরও বেশি ত্যাগ করেছে৷ আফগানিস্তানের সীমান্ত থেকেই পাকিস্তানে সন্ত্রাসবাদের উত্পত্তি৷ আমেরিকা যে আফগানিস্তানে যা চলছে তা নিয়ন্ত্রণ করতে পারেনি, এতে পাকিস্তানের কোনও দোষ নেই৷

দিন দুই আগে ট্রাম্প বলেছিলেন, তালিবান ও অন্য জঙ্গিগোষ্ঠীগুলোর কাছে স্বর্গরাজ্য পাকিস্তান৷ ট্রাম্পের এই বক্তব্যে অসন্তুষ্ট হয় পাকিস্তান৷ তারপর থেকে পালটা জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা৷

চিফ মিলিটারি মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর জিও নিউজ চ্যানেলের একটি সাক্ষাত্কারে বলেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যে নতুন কিছু নেই৷ পাকিস্তান দেশের মাটি থেকে সন্ত্রাসবাদের পরিকাঠামো উপড়ে ফেলেছে৷ এবার আরও জঙ্গিদের নিকেশ কর চাহিদা পূরণ করা সম্ভব নয়৷” ট্রাম্পের মন্তব্যের নিন্দা করেছেন সেদেশের একাধিক রাজনৈতিক নেতা৷ কেউ কেউ এও অভিযোগ তুলেছেন, ভারতের চাপেই ট্রাম্প সরকার এমন কথা বলেছে৷ --কলকাতা২৪
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে