বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭, ১২:০৪:০১

ইয়েমেনের রাজধানীতে বিমান হামলায় মৃত কমপক্ষে ৩০

ইয়েমেনের রাজধানীতে বিমান হামলায় মৃত কমপক্ষে ৩০

আন্তর্জাতিক ডেস্ক  : ইয়েমেনের রাজধানীতে বিমান হামলায় কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে৷ ইয়েমেনের রেড ক্রিসেন্টের সানা শাখার প্রধান হোসেন আল-তাওইল জানান, সানার উত্তরের এই হামলায় কমপক্ষে ১০০ জন আহত হয়েছেন৷

ইয়েমেন সরকার বিরোধী হুথি বিদ্রোহী অধ্যুষিত সানায় লাগাতার বিমান হামলায় কমপক্ষে ৩০জন নিহতের হওয়ার খবর নিশ্চিত করেছে একাধিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা৷ এদিনের হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পরে আশঙ্কা করা হয়েছে৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কমপক্ষে ১৩ জন৷

ইয়েমেনে লাগাতার সংবাদ শীর্ষে এসেছে হুতি বিদ্রোহীদের তাণ্ডব৷ এর আগেও গত ২৮ জুন ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোঁড়া একটি ব্যালিস্টিক মিসাইল মক্কা নগরীর ৭০ কিলোমিটার দক্ষিণে ধ্বংস করে সৌদি আরবের সেনাবাহিনী।

এই হামলার কথা জানিয়ে সৌদি বাহিনী দাবি করেছিল, মিসাইলটি পবিত্র শহর মক্কাকে লক্ষ্য করে ছোঁড়া হয়৷ তবে হুতিরা জানিয়েছে, মিসাইলটি মক্কার কাছে তায়েফ শহরে অবস্থিত সৌদি বিমানঘাঁটি লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল। মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র এই শহরে এখন হজ উপলক্ষে হাজার হাজার মানুষ জড়ো হতে শুরু করেছেন। আর সেটা লক্ষ্য করেই কি এই মিসাইল ছোঁড়া হয়েছিল? উঠছে প্রশ্ন৷

হুতিরা এখন ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে। সৌদি নেতৃত্বাধীন বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, হজ বানচাল করার লক্ষ্যে শিয়া হুতিদের একটি মরিয়া চেষ্টার অংশ হিসেবে মিসাইলটি ছোঁড়া হয়েছে।  হুতি বিদ্রোহীরা এর আগেও সৌদি আরবের ভেতরে মিসাইল ছুড়েছিল। এবং বলা হয়েছিল এর কোন কোনটি মক্কার দিকে তাক করেই ছোঁড়া হয়েছিল।

গত অক্টোবর মাসে হুতিরা একটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ে, যা মক্কার কাছে ভূপাতিত করা হয়। সৌদি আরবের উপসাগরীয় মিত্ররা এই হামলার নিন্দা জানিয়েছিল। কিন্তু নতুন হামলাটি হজের আগে একটি হুমকি হিসেবে মনে করা হচ্ছে, কারণ বিশ লক্ষের মতো মানুষ এ সময় মক্কা নগরীতে জমায়েত হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, বুধবার আফগানিস্তানের লস্করগাহ শহরে আফগান সেনাবাহিনীর কনভয়কে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা৷ এই হামলায় নিহত অন্তত ৫জন এবং ৪০জন আহত হয়েছে বলে জানা গিয়েছে৷ বুধবার সকালে ঘটনাটি ঘটে আফগানিস্তানের হেলম্যান্ড এলাকায়৷

আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷ তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷ তালিবান জঙ্গিগোষ্ঠী এই হামলার দায় স্বীকার করে নিয়েছে৷

সূত্রের খবর, কড়া নিরাপত্তার ঘেরা মাদ্রাসা এলাকায় বুধবার রাতে সামরিক কনভয়কে লক্ষ্য করে আচমকাই হামলা চালায় জঙ্গিরা৷ এই এলাকা থেকে কিছু দূরেই অবস্থিত লস্করগাহ শহরের পুলিশের হেডকোয়ার্টার৷ নিহতদের মধ্যে তিনজন সাধারণ মানুষ এবং ২জন সেনা জওয়ান ছিলেন বলে জানিয়েছেন রাজ্য প্রশাসনের মুখপাত্র জোওয়াক৷

তিনি আরও জানিয়েছেন, ওই সেনা কনভয়টি পুলিশের হেডকোয়ার্টারের দিকেই যাচ্ছিল৷ এই হামলার জেরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন এই কনভয়টি৷ গত ৪ অগস্ট আফগান সিকিউরিটি ফোর্সের আক্রমণে খতম হয়েছিল ৪০জন তালিবান জঙ্গি৷ ঘটনাটি ঘটেছিল হেলম্যান্ড এলাকাতেই৷ --কলকাতা২৪
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে