বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭, ০৩:১২:৪৪

‘আমাদের সম্মান দিন’, মার্কিন রাষ্ট্রদূতকে বললেন পাকিস্তানের সেনাপ্রধান

‘আমাদের সম্মান দিন’, মার্কিন রাষ্ট্রদূতকে বললেন পাকিস্তানের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক  :  ইমরান খান সহ পাকিস্তানের একাধিক রাজনৈতিক ট্রাম্পের কথার বিরোধিতা করার পর এবার মুখ খুললেন পাকিস্তানের চিফ জেনারেল কামার জাভেদ বাজওয়া৷ ‘আমাদের সম্মান দিন’, মার্কিন রাষ্ট্রদূতকে বললেন পাকিস্তানের সেনাপ্রধান।

তিনি আরো বলেছেন, আমেরিকার থেকে কোনও আর্থিক বা বস্তুগত সাহায্য চায় না পাকিস্তান৷ কিন্তু ওয়াশিংটনের উচিত পাকিস্তানকে বিশ্বাস ও সম্মান দেওয়া৷ সম্প্রতি আমেরিকার নতুন আফগানিস্থান ও দক্ষিণ এশিয়া পলিসি প্রকাশ করেছেন ট্রাম্প৷ এই নিয়ে মার্কিন রাষ্ট্রদূত ডেভিড হেল রাওয়ালপিন্ডির সেনা সদর দফতরে জেনারেল বাজওয়ার সঙ্গে দেখা করেন৷

সেখানে রাষ্ট্রপতি ট্রাম্পের পক্ষ থেকে ঘোষণা করা মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন দক্ষিণ এশিয়ায় নীতি প্রকাশ করা হয়। সেখানে আফগানিস্তানে বৃহত্তর মার্কিন সৈন্যবাহিনী স্থাপন এবং আফগানিস্থানে ভারতের জড়িত থাকার কথা বলা হয়েছে৷

এই কথা বলতে গিয়ে ট্রাম্প পাকিস্তানকে “জঙ্গিদের আশ্রয়স্থল” বলে মন্তব্য করেছেন৷ সেই সঙ্গে এও বলেছেন, “আমরা পাকিস্তান সম্পর্কে আর নীরব থারব না৷ কারণ পাকিস্তান জঙ্গিদের নিরাপদ স্বর্গ৷”

ট্রাম্পের এই উক্তির জবাব দিতে গিয়ে বাজওয়া বলেছেন, “আমরা আমেরিকার থেকে কোনও বস্তুগত বা আর্থিক সাহায্যের দিকে তাকিয়ে নেই৷ কিন্তু আমেরিকার উচিত আমাদের আবদানের উপর বিশ্বাস রাখা৷

সেগুলো বোঝা এবং স্বীকৃতি দেওয়া৷ কাউকে খুশি করা নয়, আমেরিকার উচিত পাকিস্তানের জাতীয় স্বার্থ ও নীতির সঙ্গে সঙ্গতি রাখা৷” সেই সঙ্গে তিনি এও জানান, আফগানিস্থানের শান্তি পাকিস্তানের জন্য কতটা দরকারি৷

হেল জানান, আমেরিকা “সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে” পাকিস্তানের কদর করে এবং আফগান সমস্যা সমাধানে দেশটির সহযোগিতা কামনা করে৷ সেই সঙ্গে তিনি ট্রাম্পের নীতি সম্পর্কেও বিদেশমন্ত্রী খাওয়াজা আসিফকে জানান৷ বৈঠক চলাকালীন আসিফকে তিনি এও বলেন, সন্ত্রাসবাদ মেটানোর জন্য পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করা উচিত৷ --কলকাতা২৪

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে