বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭, ০৬:৫৭:২০

সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরপরই স্ত্রীকে তালাক দিলো স্বামী!

সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরপরই স্ত্রীকে তালাক দিলো স্বামী!

আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, তিন তালাক অসাংবিধানিক, তাই নিষিদ্ধ। ওদিনই সন্ধ্যায় উত্তরপ্রদেশের মীরাটে এক স্বামী তার স্ত্রীকে সেই তিন তালাক দিয়ে সংসার ভেঙে দেন। খবর এবিপিরি।

সম্ভবত এটাই গোটা ভারতের প্রথম যা তালাক নিষিদ্ধ হওয়ার পরেও সেই একই প্রথা অনুসরণ করে স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছেদের ঘটনা। আর এটি ঘটেছে তাও যোগী আদিত্যনাথের রাজ্যে।

অভিযুক্তর নাম সিরাজ খান। মীরাটের সারধানার বাসিন্দা সিরাজ তার ৬ বছরের পুরনো স্ত্রী আর্সি নিদাকে তিন তালাক দিয়েছে। এই দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে, এখনও আর্সি সন্তানসম্ভবা।

আর্সির বাবার অভিযোগ, বিয়ের পর থেকেই সিরাজ ও তার পরিবারের লোকেরা তার মেয়েকে মারধর করত। পণ হিসেবে একটা গাড়ি চেয়েছিল তারা। না পেলে অন্য মহিলার সঙ্গে সিরাজের বিয়ে দেওয়ার হুমকি দিত।

এরপর আর্সির তৃতীয় সন্তান মেয়ে হলে সিরাজ ও তার পরিজনরা তাকে মারধর করে বাড়ি থেকে বার করে দেয়। বলে স্যান্ট্রো গাড়ি ও ১ লাখ টাকা সঙ্গে আনলে তবেই যেন ফেরত আসে।

মঙ্গলবার আর্সির বাবা ও পাড়ার লোকেরা সিরাজের বাড়িতে তাদের বোঝাতে গেলে তুমুল হইচই হয়। তখনই সকলের সামনে স্ত্রীকে তালাক দেয় সে। সুপ্রিম কোর্টে তিন তালাক নিষিদ্ধ হয়েছে বলে তাকে মনে করিয়ে দেওয়া হলে সে বলে, তার জন্য এই বিয়ে শেষ। কাজির কাছ থেকে এ নিয়ে সার্টিফিকেট আনবে সে।

আর্সি সিরাজ, তার বাবা, মা ও অন্যদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছে। তবে তারপর থেকেই সিরাজ ও তার পরিবারের লোকজন বেপাত্তা।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে