আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার রাজ্যসভার সদস্য হিসাবে শপথ নিলেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি ও বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ। তবে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে চিরাচরিত রীতি মেনে শপথ পাঠ করানো হলেও, চিরচরিত রীতি ভেঙে অভিনবভাবে শপথ নিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।
এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে স্মৃতি ইরানি হিন্দি ভাষাতে নয়, বরং তার জায়গায় সংস্কৃত ভাষাতে শপথগ্রহণ করেন স্মৃতি ইরানি। সংস্কৃত ভাষাতে ভাষাতে শপথ নিয়ে তাক লাগালেন স্মৃতি ইরানি। অনুষ্ঠানে হাজির ছিলেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কইয়া নাইডু। সংস্কৃতে শপথ পাঠের পর স্মৃতি ইরানি ভেঙ্কাইয়া নাইডুর পা ছুঁয়ে প্রণানও করেন।
এদিকে, প্রথমবারের জন্য সংসদে প্রবেশ করেলন বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ। অন্যদিকে স্মৃতি ইরানির জন্য ছিল এটি দ্বিতীয়বার। মনে করা হচ্ছে রাজ্যসভায় অমিত শাহের পদার্পন জোরালো করবে বিজেপির রাজ্যসভার সাংগঠনিকে শক্তিকে। উল্লেখ্য , স্মৃতি ইরানি ও অমিত শাহ দুজনেই গুজরাত থেকে নির্বাচিত হয়ে আসেন রাজ্যসভায়। --ওয়ান ইন্ডিয়া
এমটিনিউজ২৪/এম.জে