শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭, ০৪:২৩:২০

দেশ ছেড়ে ‘পালিয়েছেন’ ইংলাক সিনাওয়াত্রা

দেশ ছেড়ে ‘পালিয়েছেন’ ইংলাক সিনাওয়াত্রা

আন্তর্জাতিক ডেস্ক : চালে ভর্তুকি কর্মসূচিতে অবহেলা করা মামলার রায় সামনে রেখে থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা দেশে ছেড়ে পালিয়েছেন।ইংলাকের দলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে বিবিসি।সূত্রটি জানিয়েছে, ইংলাক হঠাৎ করেই এ সিদ্ধান্ত নিয়েছেন।

ইংলাকের বিরুদ্ধে দায়ের করা মামলার আজ রায়ের দিন ধার্য ছিল। তবে আদালতে এ দিন হাজির হননি ইংলাক। পরে আদালত রায়ের জন্য ২৭ সেপ্টেম্বর দিন ধার্য করে।

ইংলাকের আইনজীবীরা বলছেন, অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি ইংলাক।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে