আন্তর্জাতিক ডেস্ক: ফের আফগানিস্তানে আত্মঘাতী হামলা৷ হামলাকারীদের নিশানায় এবার কাবুলের শিয়া মসজিদ৷ এদিন মসজিদে প্রার্থনা চলাকালীন বন্দুকবাজেরা হামলা চালায়৷ তাদের এলোপাথারি ছোঁড়া গুলিতে কমপক্ষে ১৪ জন মারা গিয়েছে৷ আহত বহু৷ তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ বন্দুকবাজদের সঙ্গে লড়াইয়ে দুজন পুলিশ কর্মী মারা গিয়েছে বলে খবর৷
স্থানীয় সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে, কাবুলের জামান মসজিদে শিয়া সম্প্রদায়ের মুসলিমরা জড়ো হয়েছিলেন৷ তখনই মসজিদের বাইরে বিকট বিস্ফোরণ হয়৷ এরপরই বন্দুকবাজরা মসজিদের ভিতর ঢুকে এলোপাথারি গুলি ছুঁড়তে থাকে৷ পুলিশ জানিয়েছে হামলাকারীরা এখনও মসজিদের ভেতর আছে৷ তাদের ধরতে নিরাপত্তা বাহিনী মসজিদকে ঘিরে ফেলেছে৷
স্থানীয় সময় ১:১৫ মিনিট নাগাদ মসজিদে হামলা চালায় বন্দুকবাজেরা৷ তাদের মোকাবিলায় স্পেশাল ফোর্স ইউনিট পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র নাজিব দানিশ৷ হামলাকারীরা চারজন ছিল বলে জানতে পারা গিয়েছে৷ তারা প্রত্যেকে পুলিশের পোশাকে ছিল বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে৷ বন্দুকবাজদের সঙ্গে লড়াইয়ে দুজন পুলিশ কর্মী মারা গিয়েছে৷ একজন হামলাকারী আত্মঘাতী হয়েছে বলে খবর৷
তবে এখনও পর্যন্ত কোন জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি৷ তবে এর আগেও ইসলামিক স্টেট আফগানিস্তানের সুন্নি মুসলিমদের লক্ষ্য করে আক্রমণ করেছে৷ গত মাসে কাবুলে অবস্থিত ইরাকের দুতাবাস লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালানো হয়৷
এমটি নিউজ২৪ডটকম/আ শি/এএস