আন্তর্জাতিক ডেস্ক: বার্সেলোনার রাস্তায় অপরচিত ব্যক্তিদের জড়িয়ে ধরছেন এই মুসলিম ব্যক্তি৷ তাঁর এই আচমকা আলিঙ্গনের আবেদনে হকচকিয়ে যাচ্ছেন পথচলতি ব্যক্তিরাও৷ কেউ কেউ উৎসুখ হয়ে তাঁকে জড়িয়ে ধরছেন৷ আবার কেউ পাশ কাটিয়ে বেরিয়েও যাচ্ছেন৷ কিন্তু কেন?
বার্সোলানার জঙ্গি হামলার পর কেটে গিয়েছে প্রায় এক সপ্তাহ৷ পথচলতি মানুষদের উপর গাড়ি চালিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা দুনিয়া৷ জঙ্গীগোষ্ঠী ইসলামিক স্টেট এই ঘটনার দায় স্বীকার করে নিয়েছিল৷
এই ঘটনার প্রতিবাদেই পথে নামলেন ওই মুসলিম ব্যক্তি৷ বার্সেলোনার লাস রামব্লাসের রাস্তায় পথচলতি মানুষদেরকে ডেকে ভালোবাসার মাধ্যমে নিজের বুকে জড়িয়ে নিচ্ছিলেন তিনি৷ এমনকি তাঁর হাতে ছিল একটি প্ল্যকার্ডও৷
সেই প্ল্যাকার্ডটিতে লেখা রয়েছে, ‘আমি মুসলিম হতে পারি৷ কিন্তু আমি জঙ্গি নই৷ আলিঙ্গনের মাধ্যমেই মানুষের মধ্যে শান্তি এবং ভালোবাসা পৌছে দিতে চাই৷’ কাটলান, স্প্যানিশ, ইংরেজি, আরবি এবং ফ্রেঞ্চ ভাষায় লেখা রয়েছে তাঁর এই বার্তাটি৷
ফেসবুকে পোস্ট হতেই ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিওটি৷ ইতিমধ্যেই ভিউয়ারের সংখ্যা পৌছে গিয়েছে প্রায় ৭.৭মিলিয়নে৷ এক বার্সেলোনার এক বাসিন্দা সান্দার কথায়, ‘সে আমাকে বারবার জড়িয়ে ধরে একটাই কথা বলছিল৷
আমি দোষী নই৷ দয়া করে আমাকে ক্ষমা করে দাও৷’ শুধু সান্দাই নয়৷ সান্দার মতন আরও বহু পথচলতি মানুষকে সে জড়িয়ে ধরে ক্ষমা প্রার্থনা করছিল৷ কেউ কেউ ওই মুসলিম ব্যক্তির এহেন আবেদনে আবেগবিহ্ব হয়েও পরেন৷--কলকাতা২৪
এমটিনিউজ২৪/এম.জে