আন্তর্জাতিক ডেস্ক: ডোকলাম ইস্যু নিয়ে উত্তপ্ত ভারত-চিন সীমান্ত৷ যেকোনও মুহূর্তে বেঁধে যেতে পারে ভয়াবহ যুদ্ধ৷ ফের ভারতকে চাপে রাখতে ভারত মহাসাগরে লাইভ ফায়ার ড্রিল যুদ্ধের মহড়া চালালো চিনা নৌসেনা৷
তবে, এই ধরণের লাইভ ফায়ার ড্রিল সচরাচর হয় না৷ অত্যাধুনিক সমরাস্ত্র ব্যবহৃত হয়েছে এই লাইভ ফায়ার ড্রিলে৷ এগুলির মধ্যে রয়েছে ডেস্ট্রয়ার চ্যাংচুন, গাইডেড মিসাইল ফ্রিগেট জিংজহাউ এবং সাপ্লাই ভেসেল চাওহু৷ ভারত মহাসাগরের পশ্চিমাংশে এই লাইভ ফায়ার ড্রিল চালানো হয়েছে৷
তবে, ভারত মহাসাগরের ঠিক কোন অংশে এই লাইভ ফায়ার ড্রিল চালানো হয়েছে সেই বিষয়ে সঠিক তথ্য নেই ভারতের কাছে৷ চিনের তরফ থেকেও এই বিষয়টি নিয়ে কোনও আলোকপাত করা হয়নি৷ বিগত কয়েক দিন যাবত পানীয় জল এবং জ্বালানি দ্রব্যাদি সরবরাহের উপর নজর রেখেই জায়গাটি চিহ্নিত করা হয়েছে৷
চিনার তরফে জানানো হয়েছে, যেকোনওরকম যুদ্ধের পরিস্থিতি যাতে চিন মোকাবিলা করতে পারে সেই কারণেই এই ফায়ার ড্রিল চালাচ্ছে চিন৷ বেশ কয়েক বছর পর ভারত মহাসাগরের উপরে এই ফায়ার ড্রিল চালালো চিন৷ --কলকাতা২৪
এমটিনিউজ২৪/এম.জে