শনিবার, ২৬ আগস্ট, ২০১৭, ০২:৩১:০৪

জেলে '‍জামাই আদরে'‍ই রাম রহিম, সঙ্গে রয়েছে মহিলা সহ‌যোগীও

  জেলে '‍জামাই আদরে'‍ই রাম রহিম, সঙ্গে রয়েছে মহিলা সহ‌যোগীও

আন্তর্জাতিক ডেস্ক: জেলে গিয়েও জামাই আদরেই রয়েছেন গুরমিত রাম রহিম।  কা‌র্যত অতিথির সেবা দেওয়া হচ্ছে স্ব-ঘোষিত ধর্মগুরুকে। তাঁর ‌যাতে কোনও অসুবিধা না হয় সেজন্য রয়েছেন একজন বিশেষ সহ‌যোগী মহিলা। তাঁকে দেওয়া হচ্ছে মিনারেল ওয়াটার।

রোহতকের সুনারিয়া জেলের মধ্যে একটি গেস্ট হাউসে রাখা হয়েছে রাম রহিমকে।  আদালত থেকে হেলিকপ্টারে করে ধর্মগুরুকে রোহতকের জেলে নিয়ে যাওয়া হয়। আপ্যায়ন দেখে বোঝা মুশকিল তিনি আদপে অপরাধী নাকি অতিথি! ইতিমধ্যেই তাঁর এই ভিআইপি আপ্যায়ন ঘিরে প্রশ্ন উঠেছে।

ধর্মগুরু গুরমিত রাম রহিম ভক্তদের তাণ্ডব পঞ্জাব-হরিয়ানা জুড়ে। এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু। জখম আড়াইশোর বেশি। গতরাত থেকে অবশ্য নতুন করে আরও হিংসার খবর নেই। শুধু পঞ্চকুলাতেই মৃত্যু হয়েছে আঠাশ জনের।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে সেনাবাহিনীর ফ্ল্যাগমার্চ চলছে।দু কোম্পানি সেনা এবং দশ কোম্পানি আধা সেনা মোতায়েন করা হয়েছে। গতকালই পাশবিক নির্যাতন মামলায় দোষী সাব্যস্ত হন এই ধর্মগুরু।
 
রায় ঘোষণার পর থেকে পরিস্থিতি অগ্নিগর্ভ। ডেরা সাচা সৌদা প্রধানের শিষ্যদের তাণ্ডবে কার্যত জ্বলছে উত্তর ভারত। পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ায়, সাসপেন্ড করা হয়েছে পঞ্চকুলার DCPকে।

পুলিস-প্রশাসনের তরফ থেকে বাসিন্দাদের ঘরেই থাকতে অনুরোধ করা হয়েছে। পঞ্জাবের দশ জেলায় কার্ফু জারি করা হয়েছে। নৈনিতালে জারি করা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা। উত্তরপ্রদেশেও নটি জেলায় কার্ফু জারি হয়েছে।
২৬ আগস্ট ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে