আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন উপকূলে টেক্সাসে আছড়ে পড়েছে ভয়ঙ্কর 'হার্ভে'। দশকের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর শক্তিশালী হ্যারিকেন বলা হচ্ছে হার্ভেকে। প্রবল ঝড়ে বিপদের মধ্যে পড়েছেন প্রায় ৫৮ লাখ মানুষ।
শক্তি বাড়িয়ে ক্যাটেগরি-৪ হ্যারিকেনের রূপ নেয় হার্ভে। ঘণ্টায় ১৩০ মাইল বেগে আছড়ে পড়ে টেক্সাস উপকূলে। ঝড়ের তাণ্ডবে ধসে পড়েছে বহু বাড়ি। জখম বহু। গোটা এলাকা বিদ্যুত্ সংযোগহীন হয়ে গেছে। প্রায় দেড় লাখের উপর বাড়িতে বিদ্যুত্ নেই। সমুদ্রে দেখা দেয় জলোচ্ছ্বাস।
আবহাওয়াবিদরা আগেই সতর্ক করেছিলেন, দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ও ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হতে যাচ্ছে হার্ভে। এরপরই খালি করে দেওয়া হয় বহু এলাকা। সরিয়ে নিয়ে যাওয়া হয় বহু মানুষকে। --জি নিউজ
এমটিনিউজ২৪/এম.জে