আন্তর্জাতিক ডেস্ক: অনেকে বলছেন, স্বঘোষিত ভগবান রাম রহিম সিংয়ের প্রসাদপুষ্ট হয়ে বিরাট কোহলি আজ ছক্কা হাঁকাচ্ছেন৷ তাবড় তাবড় সেলেব্রিটিরা এর ভক্ত৷ আর সেই বাবাকেই কিনা শাস্তি দিচ্ছে আদালত? মানতে পারেনি অনুরাগীরা৷
কিন্তু অনুরাগীদের আশায় জল ঢেলে এবার সেলেব্রিটিরা আদালতের পাশে গিয়ে দাঁড়ালেন৷ অনুপম খের বললেন, “যা হচ্ছে তা সম্পূর্ণ ননসেন্স৷ সরকারের উচিত সমস্ত শক্তি দিয়ে এর মোকাবিলা করা৷ যে কোনও ভাবে হোক এসব বন্ধ করা৷”
ট্যুইট করে কথাটি জানান তিনি৷ তবে শুধু অনুপম খের নন৷ বলিউডের অনেকে রাম রহিম সিংয়ের শাস্তির পক্ষে৷ ট্যুইটারে অনেকেই লিখেছেন, নারী নির্যাতনের মতো ঘটনা কখনই সমর্থনযোগ্য নয়৷ আদালত যা শাস্তি দেবে, তা ভেবেচিন্তেই দেবে৷ তা সম্পূর্ণ গ্রহণযোগ্য৷
রবিনা ট্যান্ডন জানিয়েছেন, অনুগামীরা যেসব কাজ করছেন, হিংসা ছড়াচ্ছেন, তা নিন্দনীয়৷ হংসল মেহেতা দেশের বিচারব্যবস্থাকে ধন্যবাদ জানিয়েছেন৷ বীর দাস ট্যুইটারে প্রকাশ করেছেন, রাম রহিম যেন অনেকদিন জেলে থাকেন৷ অনুরাগীদের তাঁর বার্তা, “নিজের কাজে ফিরে যান৷ ওর কথা ভুলে যান৷” হরিয়ানা ও পঞ্জাবের পরিস্থিতি দেখে তিনি দুঃখপ্রকাশ করেছেন সিদ্ধার্থ মালহোত্রা৷ এষা গুপ্তা বলেছেন, “আবার ধর্মের নামে হিংসা৷যারা সেই হিংসায় ফেঁসেছেন, তাঁদের জন্য রইল প্রার্থনা৷”
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস