রবিবার, ২৭ আগস্ট, ২০১৭, ০৯:১১:৫০

গত ১৯ বছরে পাকিস্তানের জনসংখ্যা কত হয়েছে জানেন? আশ্চর্য হবেন জানলে

গত ১৯ বছরে পাকিস্তানের জনসংখ্যা কত হয়েছে জানেন? আশ্চর্য হবেন জানলে

আন্তর্জাতিক ডেস্ক:  গত ১৯ বছরে পাকিস্তানের জনসংখ্যা কত হয়েছে জানেন? আশ্চর্য হবেন জানলে । পাকিস্তানের জনসংখ্যা ১৯ বছরে ৫৭ শতাংশ বেড়ে বর্তমানে ২০ কোটি ৭৮ লাখে পৌঁছে গিয়েছে। পাকিস্তানের ষষ্ঠ আদম শুমারিতে এমনটাই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

পাকিস্তানে শেষবার আদম শুমারি হয়েছিল ১৯৯৮ সালে। সেই সময়ে জনসংখ্যা ছিল ১৩ কোটির বেশি। ষষ্ঠ আদম শুমারিতে পাওয়া তথ্য দেখা যাচ্ছে পাকিস্তানে প্রতিবছর জনসংখ্যা ২.৪ শতাংশ হারে বেড়েছে।

পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশে গত মার্চ থেকে ৭০ দিনের আদম শুমারি চালানো হয়েছিল। এই জন্য গোটা পাকিস্তানে এক লাখ ১৮ হাজার কর্মীকে নিয়োগ করা হয়েছিল। আদম শুমারিতে নিয়োজিত কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হাজার হাজার সেনা ও পুলিশও নিয়োগ করা হয়েছিল।

আদম শুমারিতে পাওয়া তথ্য আরও দেখা গিয়েছে, পাকিস্তানের জনসংখ্যা ৫২.৯ শতাংশই পাঞ্জাবের অধিবাসী। অন্যদিকে এর আগের আদম শুমারিতে দেখা গিয়েছিল পাকিস্তানের অধিবাসীদের ২৩ শতাংশ সিন্ধু প্রদেশে বসবাস করে। একই হার এবার বজায় রয়েছে বলে সর্বশেষ পাওয়া তথ্য দেখা গেছে।  --কলকাতা২৪

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে