রবিবার, ২৭ আগস্ট, ২০১৭, ১১:৪৪:১৪

হাতে তরোয়াল-মুখে ‘আল্লাহু আকবর’ স্লোগান ! তারপর...

হাতে তরোয়াল-মুখে ‘আল্লাহু আকবর’  স্লোগান ! তারপর...

আন্তর্জাতিক ডেস্ক:  বাকিংহাম প্যালেসের বাইরে থেকে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে৷ প্রকাশ্যে তলোয়ার বের করা ও ২ পুলিশ অফিসারকে হেনস্তা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে৷

ওই ব্যক্তি একটি গাড়ি নিয়ে প্যালেসের দিকে আসে৷ বাকিংহাম প্যালেসের ঠিক সামনে সে গাড়ি এনে দাঁড় করায়৷ তারপর খাপ থেকে ৪ ফিট লম্বা তলোয়ার বের করে৷ মুখে ছিল “আল্লাহ আকবর” স্লোগান৷ এরপর ২ পুলিশ অফিসারকে সে হেনস্তা করে বলে অভিযোগ৷ তখনই তাকে গ্রেফতার করা হয়৷

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তিকে এখন সন্ত্রাসবাদ দমন শাখার পুলিশের অধীনে রাখা হয়েছে৷ গাড়িটি সেই চালাচ্ছিল৷ সে ছাড়া গাড়িতে আর কেউ ছিল না৷ পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলে সে জনতার সামনেই খোলা তলোয়ার বের করে৷

তারপর আর অপেক্ষা না করে তাকে গ্রেফতার করা হয়৷ হাতাহাতিতে পুলিশ অফিসাররা আহত হন৷ তাকে মরিচগুঁড়োর সাহায্যে কাবু করে গ্রেফতার করা হয়৷ --কলকাতা২৪
 
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে