রবিবার, ২৭ আগস্ট, ২০১৭, ০৪:৩০:৪৯

পুরুষ থেকে নারী হয়ে চাকরি খোয়াচ্ছেন এক ভারতীয় নৌসেনা

পুরুষ থেকে নারী হয়ে চাকরি খোয়াচ্ছেন এক ভারতীয় নৌসেনা

আন্তর্জাতিক ডেস্ক : ভিতরে ভিতরে নিজেকে পুরুষ হিসাবে মেনে নিতে চাননি কোনও দিনই। নারী সত্তাকে নিয়েই বেড়ে উঠেছেন। পরবর্তীতে চাকরি পেয়েছেন নিজের দেশের নৌ বাহিনীতে। কিন্তু, শরীরের সেই চাহিদাকে কোনও দিনই কাটিয়ে উঠতে পারেননি।

নিজের মনের অন্দরের কথা এক সময় সহকর্মীদের কাছে বলেও ফেলেছিলেন। শুনেই রে রে করে ওঠেন তারা। কারণ, ভারতীয় সেনা বাহিনীতে সেনা কর্মী হিসাবে মহিলাদের নিয়োগ নৈব নৈব চ! ফলে তার চাকরি চলে যেতে পারে বলে সহকর্মীরা সতর্ক করে দিয়েছিলেন। নিষেধ করেছিলেন লিঙ্গ বদলের মতো কোনও সিদ্ধান্ত নিতে।

কিন্তু, মনের ইচ্ছার কাছে শেষ পর্যন্ত হার মানতেই হয়েছে। মাস কয়েক আগেই অস্ত্রোপচার করে নিজের পুরুষ সত্তাকে মুছে ফেলেন তিনি। 'ইন্ডিয়া টুডে'তে প্রকাশিত খবর অনুযায়ী, পুরুষ থেকে নারীতে পরিণত হওয়ার পর স্বাভাবিক নিয়মেই ওই নাবিকের এখন চাকরি যাওয়ার মুখে। শুরু হয়ে গিয়েছে সেই প্রক্রিয়াও। তবে নৌবাহিনীর এই পদক্ষেপ নিয়ে কোনও ক্ষোভ নেই এই নৌসেনা কর্মীর।

বর্তমানে ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের আইএনএস একসিলাতে কর্মরত ওই নাবিকের প্রসঙ্গে তার এক সহকর্মী 'মেল টুডে'কে জানান, নারী পরিচিতির পর থেকেই শাড়ি পরছেন তিনি। লম্বা চুলও রাখছেন। ভারতীয় সেনার ইতিহাসে এমন ঘটনা আগে ঘটেনি বলেও জানান তিনি।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে