রবিবার, ২৭ আগস্ট, ২০১৭, ০৪:৪৮:৪০

নরেন্দ্র মোদির প্রিয় হেলিকপ্টারে করে জেলে যান গুরু রাম রহিম সিং!

নরেন্দ্র মোদির প্রিয় হেলিকপ্টারে করে জেলে যান গুরু রাম রহিম সিং!

আন্তর্জাতিক ডেস্ক : ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে অগষ্টা ওয়েষ্টল্যান্ড হেলিকপ্টার৷ সৌজন্য গুরু রাম রহিম সিং৷ সোশ্যাল মিডিয়ার  দুটি ছবি খুব ভাইরাল হয়েছে৷ একটি ছবিতে দেখা যাচ্ছে হেলিকপ্টারে বসে সদ্য সম্ভ্রমহানী মামলায় দোষী সাব্যস্ত গুরু রাম রহিম সিং৷

রাম রহিমের পরনে সাদা পায়জামা পাঞ্জাবি৷ পায়ে সাদা জুতো৷ মুখে হাত(নখ কামড়াচ্ছেন?) দিয়ে বসে আছেন৷ যে হেলিকপ্টারে তিনি বসে আছেন তার গায়ে লেখা AW139 ৷

আরেকটি ছবিতে দেখা যাচ্ছে হেলিকপ্টার থেকে নামছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ হেলিকপ্টারের গায়ে লেখা AW139৷ এই ছবিটি অবশ্য এক বছর পুরনো৷ ছবি দুটিতে একটাই জিনিস কমন৷ সেটা হল হেলিকপ্টারের গায়ে লেখা সংখ্যাটা৷

আর তাতেই ট্রোল হয়ে গেছে ছবিটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ছবিটিতে লেখা ‘নরেন্দ্র মোদির প্রিয় হেলিকপ্টারে করে জেলে যান গুরু রাম রহিম সিং! ধন্যবাদ আদানি!’

AW139 আসলে অগষ্টা ওয়েস্টল্যান্ডের হেলিকপ্টার৷ এই হেলিকপ্টারের মালিক আবার প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ উদ্যোগপতি আদানি৷ এখন প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি আদানিরও ঘনিষ্ঠ ছিলেন এই বিতর্কীয় স্বঘোষিত ধর্মগুরু।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে