আন্তর্জাতিক ডেস্ক: বিজেপি ভাগাও, দেশ বাঁচাও। এই স্লোগানকে সামনে রেখে পটনায় লালুপ্রসাদের জনসভা। সেই সভায় অখিলেশ যাদব, শরদ যাদব, মমতা বন্দ্যোপাধ্যায়। আর অবশ্যই ছিলেন সদ্য প্রাক্তন হয়ে যাওয়া বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।
কেরামতি দেখালেন লালুপ্রসাদ যাদব। কিন্তু ধরাও পড়ে গেলেন। রাষ্ট্রীয় জনতা দল সুপ্রিমোর নতুন ‘ঘোটালা’ এখন বড় চর্চার বিষয় সোশ্যাল মিডিয়ায়। এ দিন লালুপ্রসাদের টুইট করা একটি ছবিকে কেন্দ্র করেই শুরু হয়েছে সেই চর্চা।
বিজেপি ভাগাও, দেশ বাঁচাও। এই স্লোগানকে সামনে রেখে পটনায় লালুপ্রসাদের জনসভা। সেই সভায় অখিলেশ যাদব, শরদ যাদব, মমতা বন্দ্যোপাধ্যায়। সদ্য নীতীশ কুমারকে হারানো লালুপ্রসাদের সমাবেশকে কার্যত এড়িয়ে গিয়েছেন রাহুল গাঁধী, সনিয়া গাঁধী। সেই সভায় জন ভালই সমাগম হয়েছিল। কিন্তু ভালকে আরও ভাল দেখাতে গিয়েই মুশকিলে পড়লেন লালু। সেই ছবিতে দেখা যায়, পটনার গাঁধী ময়দান আরজেডি সমর্থকের ভিড়ে ঢাকা পড়ে গিয়েছে।
কিন্তু সেই ছবি যে আদৌ ঠিক নয়, ফোটোশপের কেরামতি করা ছবিই টুইট করেছেন খোদ আরজেডি সুপ্রিমো, তা ফাঁস করে দেন নরেশ ঝা নামে এক ব্যক্তি। তিনি প্রকৃত ছবি তুলে ধরে দেখিয়ে দেন লোক হলেও অত লোক ছিল না লালুপ্রসাদের সভায়। এটাকেই লালুর নতুন ‘ঘোটালা’ বলে মন্তব্য করেছেন ঝা। দেখিয়ে দিয়েছেন, ফোটোশপে ছবি তৈরি করতে গিয়ে গাঁধী ময়দানের গাছও ঢাকা পড়ে গিয়েছে।
এর পরে লালুপ্রসাদ যাদব সভার আরও অনেক ছবি পোস্ট করেছেন। কিন্তু ওই ছবি বিকৃতি সম্পর্কে কোনও মন্তব্য করেননি। বরং তিনি বা তৃণমূল কংগ্রেসনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন এমন সময়ে মঞ্চ থেকে তোলা ছবিও বলে দিচ্ছে, সমাবেশে লোক হয়েছে, কিন্তু ‘অত’ লোক নয়। বিভিন্ন সংবাদমাধ্যমও জানিয়েছে, লালুপ্রসাদের পোস্ট করা ছবি সঠিক নয়।
বড় সমাবেশ, বড় জন সমাগম অনেক দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় শুধুমাত্র একুশে জুলাইয়ের সমাবেশেই যে পরিমাণ সমাগম হয় তাঁর কাছাকাছিও ছিল না এ দিনের পটনার ভিড়। অতীতে লালুপ্রসাদের সমাবেশেও অনেক ভিড়ের রেকর্ড রয়েছে। তবে কেন যে লালুপ্রসাদ এমন করলেন কে জানে! রাজনৈতিক মহলের প্রশ্ন, ক্ষমতাহীন লালুপ্রসাদের হতাশাই কি ফুটে উঠেছে এমন ‘সাজানো’ ছবিতে!-এবেলা
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস