সোমবার, ২৮ আগস্ট, ২০১৭, ১২:৫১:০৪

নিজের পালিত মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল রাম রহিমের : জামাই

নিজের পালিত মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল রাম রহিমের : জামাই

আন্তর্জাতিক ডেস্ক : দুই সাধ্বীর সম্ভ্রমহানীর মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন গুরমিত রাম রহিম। ২০১১ সালে তার বিরুদ্ধে আরও গুরুতর অভি‌যোগ করেছিলেন জামাই বিশ্বাস গুপ্তা। তার অভি‌যোগ ছিল, পালক কন্যা হানিপ্রীতের সঙ্গে সম্পর্ক রয়েছে ডেরা সচ্চা সওদার প্রধানের। নিজের পাপ ঢাকতে হানিপ্রীতকে দত্তক নিয়েছিলেন।

বিশ্বাস গুপ্তার দাবি, ২০১১ সালে একবার তিনি আশ্রমে বাবার গুফায় গিয়েছিলেন। ঘরের দরজা খোলা ছিল। উঁকি মেরে দেখতেই স্তম্ভিত হয়েছিলেন। আপত্তিকর অবস্থায় ছিলেন রাম রহিম, তার স্ত্রী ও হানিপ্রীত। বিশ্বাস গুপ্তা জানিয়েছেন, ১৯৯৯ সালে ফতেহাবাদে তাদের বিয়ে হয়েছিল।

রাম রহিম ‌যদি হানিপ্রীতকে দত্তক নিয়ে থাকেন, তাহলে উনি আমাকে সঙ্গে থাকতে দেন না কেন? প্রশ্ন তুলেছিলেন বিশ্বাস। ২০১১ সালে তিনি রাম রহিমের বিরুদ্ধে মামলাও করেছিলেন। তবে পরে আদালতের বাইরে আলোচনার মাধ্যমে মামলার নিষ্পত্তি করে নেন।  

রাম রহিমের সবকটি ছবিতেই দেখা গিয়েছে হানিপ্রীতকে। তার ফেসবুক প্রোফাইল বলছে, হানিপ্রীত সমাজকর্মী, পরিচালক ও অভিনেত্রী।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে