আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠলো আফগানিস্তান। প্রাণ গেল ১৩ জন সাধারণ মানুষের। একইসঙ্গে জখম হয়েছেন আরও ২২ জন।
রবিবার রাতের দিকে ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের হেলম্যান্ড প্রদেসের নওয়া জেলায়। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, তালিবানেরা এই বিস্ফোরণের দায় স্বীকার করে নিয়েছে।
স্থানীয় প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, নওয়া জেলার ডপলা এলাকায় একটি গাড়ির সামনে এসে বিস্ফোরণ ঘটায় এক আত্মঘাতী জঙ্গি। ওই জঙ্গির সঙ্গে তৎক্ষণাৎ প্রাণ যায় ১৩ জন নীরিহ মানুষের। পুলিশ এবং সাধারণ মানুষ মিলিয়ে ২২ জন এই ঘটনায় জখম হয়েছে। --কলকাতা২৪
এমটিনিউজ২৪/এম.জে