সোমবার, ২৮ আগস্ট, ২০১৭, ০২:০১:১০

ছোটবেলায় এই কাণ্ডের জন্য স্কুল থেকে বরখাস্ত করা হয় রাম রহিমকে

ছোটবেলায় এই কাণ্ডের জন্য স্কুল থেকে বরখাস্ত করা হয় রাম রহিমকে

আন্তর্জাতিক ডেস্ক:  হরিয়ানার সিরসায় 'ডেরা সচা সৌদা'-র আশ্রমের নানা 'বন্দোবস্ত', 'ব্যবস্থা' নিয়ে রয়েছে একাধিক প্রশ্ন। বিতর্ক উঠছে নানা বিষয় নিয়ে।

বাবা রামরহিমের জীবনের নানা দিক এখন সংবাদমাধ্যমের সামনে চলে আসছে ক্রমাগত। ছোটবেলা থেকে কেমন ছিলেন গুরমিত , তা নিয়ে বহু কৌতূহল রয়েছে। সে বিষয়েও উঠে এসেছে তাক লাগিয়ে দেওয়ার মতো তথ্য।

জানা গিয়েছে , ছোটবেলা থেকেই বিভিন্ন রকমের কারণে স্কুলে ভালো ছেলে হিসাবে নাম ছিলনা গুরমিতের । একাধিকবার নানা কারণে স্কুল থেকে নানা অভিযোগের জন্য তাঁকে স্কুল থেকে বরখাস্ত করা হয়। ছোটবেলায় এই কাণ্ডের জন্যই স্কুল থেকে বরখাস্ত করা হয় রাম রহিমকে। যা তাঁর পরিবারের পক্ষের লজ্জার বিষয় ছিল।

দশম শ্রেনিতে পড়াকালীন পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর এবং স্কুলের মেয়েদের সঙ্গ দুর্ব্যবহারের ঘটনায় স্কুলের তরফে তাকে বরখাস্ত করা হয়। তবে রাজস্থানে তাঁর ছোটবেলার গ্রামের গ্রামবাসীদের কথায়, 'পরিবারের একমাত্র ছেলে গুরমিত ছোট থেকেই ছিল বাবা-মায়ের নয়নের মণি।

ছোট্ট গুরমিতের অমায়িক ব্যবহার পাড়া-প্রতিবেশীদের কাছেও তাকে জনপ্রিয় করে তুলেছিল।' তবে ধীরে ধীরে সেই গুরমিতই কীভাবে ধর্মগুরু হয়ে প্রাচুর্য ,বিলাসিতা নারী আসক্তির মতো ঘটনায় জড়িয়ে পড়ল , তা নিয়ে ধন্দে অনেকে।  --ওয়ান ইন্ডিয়া

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে