সোমবার, ২৮ আগস্ট, ২০১৭, ০২:২০:১৪

হজ উপলক্ষে মক্কায় মিলিত হচ্ছেন ২০ লক্ষ মুসলিম

হজ উপলক্ষে মক্কায় মিলিত হচ্ছেন ২০ লক্ষ মুসলিম

ইসলাম ডেস্ক: সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হজ উপলক্ষে কাতারে কাতারে ভক্ত এসে ভিড় জমান সৌদি আরবে৷ এই বছর প্রায় ১০লক্ষ মুসলমান এসে জড়ো হচ্ছেন সৌদি আরবের মক্কাতে৷ হজ মুসলিম ধর্মাবলম্বীদের একটি অত্যাবশ্যকীয় ধর্মীয় উপাসনা৷ এটি একটি ধর্মীয় যাত্রা৷ জীবনে অন্তত একবার হজযাত্রা করা আবশ্যিক মুসলিম ধর্মাবলম্বীদের৷

হজ এবং ইমরার ডিরেক্টর মহম্মদ আল আফগানি জানাচ্ছেন, এই বছরে তীর্থযাত্রীর সংখ্যা দুই মিলিয়ন ছাড়িয়ে যাবে, হজ উপলক্ষে মক্কায় মিলিত হবে ২০ লক্ষ মুসলিম ৷ হজযাত্রা নিয়ে ইন্দোনেশিয়ার এক বাসিন্দা জানান, এই সময়টাকে ঘিরে তিনি ভীষণই উৎসুখ থাকেন৷

কারণ বিভিন্ন প্রান্ত থেকে শ’য়ে শ’য়ে ভক্ত এসে জড়ো হন এখানে৷ একইসঙ্গে তিনি এও বলেন, এই উৎসবকে ঘিরে মানুষের মধ্যে এক অদ্ভুত ধর্মীয় শান্তি লক্ষ করা যায় ভক্তদের মধ্যে৷ ইন্দোনেশিয়া বিশ্বের অন্যতম একটি মুসলিম প্রধান দেশ৷ সৌদি আরবে হজ উপলক্ষে এই দেশ থেকে সবথেকে বেশি তীর্থযাত্রীরা যান৷ জেদ্দা বিমানবন্দর কর্তৃপক্ষ জানাচ্ছেন, হজ উপলক্ষে এই বিমানবন্দর দিয়ে প্রতিদিন দশহাজার লোক যাতায়াত করেন৷

হজ হল ইসলাম ধর্মের পঞ্চম স্তম্ভ৷ আরবি জিলহজ মাসের ৮ থেকে ১২তারিখের মধ্যে হজের সময় নির্ধারিত হয়৷ এই হজ পালনের সময় সৌদি আরবের মক্কা, মিনা, আরাফাতে যাওয়া আবশ্যিক৷ এটি পৃথিবীর অন্যতম বড় তীর্থযাত্রা৷

একইসঙ্গে হজকে সামনে রেখে মক্কায় এক বিশাল সামরিক মহড়ায় অংশ নিল সৌদি আরবের নিরাপত্তা বাহিনী৷ ২০১৫ সালে সৌদি আরবের মিনায় পবিত্র হজ পালনের সময় পদপৃষ্ট হয়ে ২৪৩১ জনের মৃত্যু হয়। তবে সৌদি আরবের সরকারি হিসাবে এই সংখ্যা দেখানো হয় ৭৬৯ জন।

এই ঘটনায় দেশটির কর্তৃপক্ষের বিরুদ্ধে হাজিদের নিরাপত্তার ব্যাপারে উদাসীনতার অভিযোগ উঠে। মৃতদের মরদেহের প্রতি অসম্মানজনক আচরণের অভিযোগে সমালোচনার মুখে পড়তে হয় রিয়াধকে। সেই কারণেই হজ উপলক্ষ্যে জারি হয়েছে কড়া নিরাপত্তা৷ --কলকাতা২৪

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে