মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭, ১২:২৭:৪৭

ভন্ডবাবা রাম রহিমকে নিয়ে যা বললেন যোগগুরু রামদেব

ভন্ডবাবা রাম রহিমকে নিয়ে যা বললেন যোগগুরু রামদেব

আন্তর্জাতিক ডেস্ক: সম্ভ্রমহানীর মামলায় স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংকে আগেই দোষী সাব্যস্ত করেছিল বিশেষ সিবিআই  আদালত। সোমবার সেই মামলায় গুরমিত রাম রহিম সিংয়ের ২০ বছরের জেল এবং ৩০ লাখ টাকা আর্থিক জরিমানার রায় ঘোষণা করল সিবিআই আদালত।

ভারতীয় দণ্ডবিধি ৩৭৬ এবং ৫০৭ ধারায় রাম রহিম সিংয়ের বিরুদ্ধে কারাদণ্ড ও আর্থিক জরিমানার রায় দিয়েছেন বিচারক। আর এই রায়ের পরই ভারতীয় আইনের প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাস জ্ঞাপন করলেন যোগগুরু রামদেব।

রামদেব বলেন, "আইনের চোখকে কেউ ফাঁকি দিতে পারে না", রাম রহিম সিংয়ের সাজায় এই প্রতিক্রিয়াই জানিয়েছেন রামদেব।

এদিকে রাম রহিম সিংয়ের সাজার রায়কে 'সন্তোষজনক' বলে মন্তব্য করেছেন প্রয়াত সাংবাদিক রাম চন্দ্রের ছেলে অংশুল ছত্রপতি। উল্লেখ্য, প্রয়াত সাংবাদিক রাম চন্দ্রই প্রথম গুরমিত রাম রহিম সিংয়ের কুকীর্তির খবর ফাঁস করেছিলেন।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে