মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭, ০১:০৭:৩২

ভন্ডগুরু রাম রহিমের প্রকৃত স্ত্রী কে? দেখুন তার ছবি!

ভন্ডগুরু রাম রহিমের প্রকৃত স্ত্রী কে? দেখুন তার ছবি!

আন্তর্জাতিক ডেস্ক : ২০ বছরের জেল এবং ৩০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ, ডেরা প্রধান গুরমিত রাম রহিম সিংয়ের বিরুদ্ধে এই সাজাই ঘোষণা করেছে সিবিআই বিশেষ আদালত। যদিও নির্যাতিতারা চাইছেন গুরমিত রাম রহিমের সর্বোচ্চ সাজা হোক।

যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করে নির্যাতিতারা উচ্চ আদালতের দ্বারস্থ হতে পারেন বলেও খবর শোনা যাচ্ছে। এদিকে 'দত্তক কন্যা' হানিপ্রীতকে জেলে রাখার জন্য আদালতের কাছে অনুরোধ করেছেন ধর্মগুরু। সোশ্যাল মিডিয়া থেকে অনলাইন গণমাধ্যম, সব জায়গাতেই এসব খবর এখন সেকেন্ডের মধ্যেই ভাইরাল।

এমনই আরও একটি বিষয় এখন সোশ্যাল মিডিয়ার নজরে 'হট কেক'। বিরাটের সঙ্গে গুরমিত রাম রহিম সিংয়ের ছবি যেভাবে ভাইরাল হয়েছিল ঠিক একই রকমভাবে ভাইরালের আকার নিয়েছে গুরমিত রাম রহিম সিংয়ের স্ত্রীর ছবি। নেট দুনিয়া উৎসাহ প্রকাশ করছে গুরমিত রাম রহিম সিংয়ের স্ত্রীকে নিয়ে! ডেরা প্রধান গুরমিত রাম রহিম সিংয়ের স্ত্রী কে?

রাম রহিম সিংয়ের স্ত্রী নাম হারজিৎ কৌর। ১৯৮৫ সালে হারজিৎকে বিয়ে করেন রাম রহিম। হারজিৎ ও রাম রহিমের সংসারে দুই কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। ২৩ সেপ্তেম্বর ১৯৯০ ডেরা প্রধানের দায়িত্ব নেন রাম রহিম।

এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে