আন্তর্জাতিক ডেস্ক: দ্বিতীয়বার কন্যা সন্তানের বাবা হলেন ফেসবুক স্রষ্টা মার্ক জুকারবার্গ৷ প্রথম কন্যা সন্তান ম্যাক্সকে পাওয়ার পরে এবারও কন্যা সন্তানই আশা করেছিলেন জুকারবার্গ৷ ভগবান নিরাশ করেননি তাঁকে৷ নয়া কন্যা সন্তানের আগমনের সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ফ্যামিলি অ্যালবাম ফেসবুকে পোস্ট করেন তিনি৷
নয়া কন্যা সন্তানের নাম দিয়েছেন অগস্ট৷ নিজের খুশী ফেসবুকে শেয়ার করেছেন ফেসবুক কর্তা৷ লিখেছেন, ‘ আমাদের নয়া কন্যা সন্তান অগস্টকে পৃথিবীতে স্বাগত৷ প্রিসিলা ও আমি খুব খুশী৷ তাঁর বসবাস যোগ্য পৃথিবী সম্পর্কে একটি চিঠি লিখলাম তাঁকে৷ আশা করছি খুব দ্রুত বেড়ে উঠবে না সে৷ ’
কাজের প্রচণ্ড চাপের মধ্যেও নিজের পরিবারের জন্য আলাদা সময় রাখেন জুকারবার্গ৷ একই সুযোগ করে দেন কোম্পানির কর্মীদের কাছেও৷ সন্তান হওয়ার জন্য ফেসবুকে কর্মরত প্রত্যেক কর্মী চার মাসের ছুটি পান৷ এক বছরের মধ্যে যেকোন সময় সেই ছুটি তারা নিতে পারেন৷ --কলকাতা২৪
এমটিনিউজ২৪/এম.জে