মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭, ০৪:৩৭:০৭

কোথায় আছেন রাম রহিমের প্রকৃত স্ত্রী হরজিৎ‍?

কোথায় আছেন রাম রহিমের প্রকৃত স্ত্রী হরজিৎ‍?

আন্তর্জাতিক ডেস্ক : বহু দিন তিনি প্রকাশ্যে আসেননি। এমনকী, ডেরার কোনও সমাবেশেও দেখা যায় না তাকে। কেউ কেউ বলছেন প্রায় পাঁচ-ছয় বছর হতে চলল, এক বারের জন্য চোখের দেখাও মেলেনি। এমনকী, সোমবার স্বামী রাম রহিমের ২০ বছরের সাজা ঘোষণার পরেও কোনও প্রতিক্রিয়া মেলেনি তার।

তিনি ডেরা সাচা সৌদার প্রধান গুরমিত রাম রহিমের স্ত্রী হরজিত্‍ কউর। তা হলে কোথায় ডেরা প্রধানের স্ত্রী? ডেরার অতি ঘনিষ্ঠ কোনও প্রতিনিধির কাছেও যার কোনও সদুত্তর নেই।

সোমবার আদালতের রায় ঘোষণার পর ডেরার এক সদস্য জানান, বহু দিন দেখা যায়নি হরজিত্‍ কউরকে। ডেরার বিভিন্ন অনুষ্ঠানে বাবার সঙ্গে দেখা যায় দুই মেয়ে চরণপ্রীত, আমনপ্রীত এবং ছেলে যশমীতকে। সঙ্গে অবশ্যই পালিতকন্যা হানিপ্রীত। কিন্তু, থাকেন না স্ত্রী।

টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী ওই ডেরা সদস্য বলেছেন, ''কবে শেষ দেখেছিলাম মনে নেই। এটুকুই মনে আছে, খুব সাধারণ পোশাক পরতেন তিনি। কথাবার্তা খুবই অমায়িক। খুব আস্তে আস্তে কথা বলতেন।''

কারও কারও দাবি, তিনি খুব একটা প্রকাশ্যে আসতে চান না। লোকচক্ষুর অন্তরালে থেকেই কাজ চালিয়ে যেতে চান। সম্ভবত ডেরার কোনও সমাজ সেবামূলক গুরুদায়িত্ব পালন করছেন। তাই দেখা যায় না তাকে।

কিন্তু, তা বলে এত দিন? একটা অংশের প্রশ্ন সেখানেই। তাদের প্রশ্ন, জেলের সাজা ঘোষণার পরও চুপ কেনও তিনি? প্রশ্ন উঠতে শুরু করেছে, আশ্রমে কী হচ্ছে, না হচ্ছে, তা নিশ্চয়ই তার কাছে অজানা ছিল না। সব জেনেও কি তা হলে তিনি চুপ ছিলেন? কোনও প্রতিবাদ করেননি তিনি?

আবার ডেরার পরবর্তী প্রধান কে হবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে তখনও পাওয়া যায়নি তার প্রতিক্রিয়া। তা হলে কি নিজের স্বার্থে আঘাত লাগায় স্ত্রীর বিরুদ্ধে চূড়ান্ত কোনও পদক্ষেপ করেছেন রাম রহিম? অনেকে প্রশ্ন তুলছেন, তবে কি বন্দি করে রাখা হয়েছে হরজিত্‍কে? উত্তর এখনও পাওয়া যায়নি।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে