মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭, ০৫:৪০:৫৬

জেলের ভেতরে এসব কি শুরু করেছেন রাম রহিম!

জেলের ভেতরে এসব কি শুরু করেছেন রাম রহিম!

আন্তর্জাতিক ডেস্ক : ঝাঁচকচকে জীবন থেকে সরাসরি জেলের কুঠুরিতে বন্দি। ক্ষমতার বৃত্তে ঘুরে বেড়ানো থেকে একেবারে বন্দি জীবন! কয়েক দিনে জীবনটাই ওলটপালট হয়ে গিয়েছে হরিয়ানার ডেরা সচ্চা সৌদা প্রধান রাম রহিম ইনসানের।

কিন্তু তাই বলে এসব কি শুরু করেছেন তিনি! জেলে আসার পর থেকে টানা কেঁদেই চলেছেন তিনি। শুধু কান্নাকাটি নয়, খাবারের একটা দানাও মুখে নেননি তিনি। খাবার বলতে কয়েক চুমুক দুধ আর বেশ কয়েক ঢোক জল!

সাজা ঘোষণার পর থেকে কারও সঙ্গে কোনও কথাও বলছেন না 'বাবা'। কোনও হম্বিতম্বি করতেও দেখা যায়নি! জেলের ভিতরে ঢোকার পর থেকে সাজা ঘোষণা- যা বলার তা ওই আদালতেই বলেছেন, 'ম্যায় বেগুনাহ হুঁ। মুঝে মাফ কর দো।'

রোহতকের ওই জেল থেকে সদ্য জামিনে মুক্তি পাওয়া এক বন্দি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, শুক্রবার থেকেই রাম রহিমকে বড্ড মন মরা দেখাচ্ছিল। কারও সঙ্গে কোনও কথাই বলেননি। তার কথায়, ''খাবার বলতে শুধু দুধ আর জল খেয়েছেন। আর কিছু না। ওকে কারও সঙ্গে কথাও বলতে দেখিনি।''

গত ২৫ বছর ধরে রাম রহিম ডেরা সচ্চার প্রধান ধর্মগুরু। এত বছরে 'বাবা' ছাড়া কোনও ডাকই তিনি শোনেননি। কিন্তু, সাজা ঘোষণার পর থেকে তিনি একটি 'সংখ্যা'য় পরিণত হয়েছেন। আদালতের নির্দেশে দু'টি মামলায় সব মিলিয়ে তার ২০ বছরের জেলের সাজা ঘোষণা হয়েছে সোমবার। তার পর থেকে জেলের খাতায় তার নামের পাশে লেখা- কয়েদি নম্বর ১৯৯৭। জেলের ভিতরে কর্মীদের আলোচনাতেও নাকি 'বাবা'কে 'সংখ্যা' ধরেই ডাকা হচ্ছে।

অনেকেই মনে করছেন, বিলাস-ব্যসনের জীবন থেকে জেল কুঠুরিতে একাকীত্বের জীবন মেনে নিতে পারছেন না রাম রহিম। তাদের মতে, সনাতন ভারত থেকে এ কালের ভারত, রাম রহিম স্রেফ আরও একটি নাম মাত্র। কারণ, অতীতে তার মতো এমন উদাহরণ আরও রয়েছে।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে