আন্তর্জাতিক ডেস্ক : পরনে থ্রি কোয়ার্টার প্যান্ট, সঙ্গে টি-শার্ট। তিনি এলেন, পেটালেন এবং অবরোধ তুলে দিলেন। তৃণমূল কাউন্সিলরের এই রুদ্রমূর্তিই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো পুলিশ। ঘটনাস্থল কলকাতার বজবজ ট্রাঙ্ক রোড। অভিযুক্ত ওই কাউন্সিলরের নাম সঞ্জয় বেগ।
বর্ষার পর থেকেই বজবজ ট্রাঙ্ক রোডের অবস্থা খারাপ। খানাখন্দ ভরা রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়াই দায়। নিত্যযাত্রীরাও সমস্যায় পড়েন। রাস্তা সারানোর দাবিতে এ দিন সকাল সাড়ে দশটা নাগাদ মহেশতলা পোস্ট অফিসের সামনে বজবজ ট্রাঙ্ক রোড অবরোধ করে বিজেপি।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে মহেশতলা থানার পুলিশ। যদিও, পথ অবরোধ তোলার জন্য পুলিশের অনুরোধ কানে তোলেননি বিজেপি সমর্থকরা। কিছুক্ষণের মধ্যেই সদলবলে ঘটনাস্থলে হাজির হন মহেশতলা পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় বেগ।
অভিযোগ, ঘটনাস্থলে পৌঁছেই তিনি মঞ্চে উঠে বিজেপি কর্মী-সমর্থকদের চড়-থাপ্পড় মারতে শুরু করেন। কাউন্সিলরের সঙ্গেই তার অনুগামীরাও অবরোধকারীদের উপরে চড়াও হয় বলে অভিযোগ। বিজেপি সমর্থকদের অভিযোগ, কাউন্সিলর যখন এই কাণ্ড ঘটাচ্ছেন, তখন তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন পুলিশকর্মীরা।
শুধু তাই নয়, মারধরের ছবি তুলতে গেলে সংবাদমাধ্যমের কর্মীদেরও হেনস্থা করেন তৃণমূল সমর্থকরা। এর পরেই অবশ্য বিজেপি কর্মীরা এলাকা ছেড়ে চলে যান। পুলিশকর্মীদের সঙ্গে মিলে তৃণমূল কর্মীরাই যান চলাচল স্বাভাবিক করতে হাত লাগান।
অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের সঙ্গে এর পরে আর যোগাযোগ করা যায়নি। ঘটনার প্রতিবাদে মহেশতলা থানায় গিয়ে অভিযুক্ত কাউন্সিলর সঞ্জয় বেগের বিরুদ্ধে বিজেপি-র পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়।
এমটিনিউজ/এসএস