বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭, ০৪:২৪:৪৫

জেলা প্রশাসককে প্রেম প্রস্তাব দিয়ে কারাগারে ইঞ্জিনিয়ার

জেলা প্রশাসককে প্রেম প্রস্তাব দিয়ে কারাগারে ইঞ্জিনিয়ার

আন্তর্জাতিক ডেস্ক : মহিলা জেলা প্রশাসককে প্রেমের প্রস্তাব দিয়ে শ্রীঘরে জলপাইগুড়ি পিডব্লিউডি দপ্তরের এক ইঞ্জিনিয়ার। ধৃতের নাম আসানুল আজ়াদ (৩৯)। তিনি ইলেক্ট্রিকাল ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়র। পশ্চিমবঙ্গের হাওড়ার বাসিন্দা।

অভিযোগ, জলপাইগুড়ির জেলাশাসক রচনা ভগতকে সম্প্রতি ফোন করে বিরক্ত করছিলেন ওই ইঞ্জিনিয়ার। যখন তখন ফোন করে ওই মহিলা আইএএস কর্মকর্তার সঙ্গে দুর্ব্যবহার করছিলেন তিনি। ধৈর্যের সীমা পেরিয়ে যাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় বলে সূত্রের খবর।

এই ঘটনায় জলপাইগুড়ি থানাতে অভিযোগ দায়ের করা হয়। এরপর পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত ইঞ্জিনিয়রকে। জানা গেছে, ওই ইঞ্জিনিয়ার একা থাকতেই পছন্দ করতেন। কারও সঙ্গে অফিসে তেমনভাবে কথাও বলতেন না।

গ্রেপ্তারের পর জলপাইগুড়ি আদালতের নির্দেশে তার ডাক্তারি পরীক্ষা করানো হয়। ডাক্তার তাকে মানসিক ভারসাম্যহীন বলেছেন। তিনি এখন চিকিৎসাধীন। জলপাইগুড়ি পুলিশ এই বিষয়ে মুখ খুলতে রাজি হচ্ছে না।

তবে জেলা প্রশাসক রচনা ভগত বলেন, “আমাকে ফোন করে ওই ইঞ্জিনিয়ার বিরক্ত করছিলেন। প্রায় সময়েই ফোন করে উলটোপালটা কথা বলতেন। একটা সময় তা সীমা ছাড়িয়ে যায়। তাই বাধ্য হয়েই পুলিশে অভিযোগ দায়ের করি।”
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে