রবিবার, ০৩ সেপ্টেম্বর, ২০১৭, ০২:৫৮:৫০

ট্রাম্পের ঘুম ছুটিয়ে ফের পরমাণু বিস্ফোরণ ঘটাতে চলছেন কিম

ট্রাম্পের ঘুম ছুটিয়ে ফের পরমাণু বিস্ফোরণ ঘটাতে চলছেন কিম

আন্তর্জাতিক ডেস্ক: আবারও পরমাণু শক্তি জাহির করল উত্তর কোরিয়া৷ মধ্যে ‘আন্তঃ মহাদেশীয় ক্ষেপণাস্ত্রে বহনযোগ্য পরমাণু বোমা’ সক্ষমতার কথা জানিয়েছে কিমের দেশ৷ কোরীয় উপদ্বীপে প্রবল উত্তেজনার মাঝেই দেশটির সরকারি সংবাদ মাধ্যম কেসিএনএ একটি ছবি প্রকাশ করে৷ তাতে দেখা গিয়েছে, উত্তর কোরিয়ার সর্বময় শাসক কিম জং উনকে৷ তিনি একটি হাইড্রোজেন বোমা পর্যবেক্ষণ করছেন৷

তবে এটি আদৌ কোনও পরমাণু বোমা কিনা তা নিয়ে বিশ্ব জুড়ে চলছে আলোচনা৷ বিবিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম উত্তর কোরিয়ার দাবি নিয়ে সন্দেহ জানিয়েছে৷ উত্তর কোরিয়া যে ক্ষেপণাস্ত্র তৈরিতে তাদের সক্ষমতা বাড়াচ্ছে এই বিষয়ে নিশ্চিত বিশেষজ্ঞরা৷ আশঙ্কা যে কোনও সময় দেশটি নতুন করে পরমাণু বোমার পরীক্ষা চালাতে পারে।

উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যমের দাবি, দেশটির নিউক্লিয়ার ওয়েপন্স ইনস্টিটিউটে এই হাইড্রোজেন বোমা পরিদর্শনের সময় কিম জং উন বিজ্ঞানীদের কাজের প্রশংসা করেন৷ সর্বশেষ গত ২৯ আগস্ট উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ংয়ের কাছ থেকে জাপানের আকাশসীমার ওপর দিয়ে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। সেই ক্ষেপণাস্ত্রটি প্রশান্ত মহাসাগরে ভেঙে পড়ে। পাশাপাশি উত্তর কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম সেনা ঘাঁটি গুয়াম দ্বীপে হামলার হুমকি দেয়৷
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে