সোমবার, ০৪ সেপ্টেম্বর, ২০১৭, ১১:২৭:০০

কারাগারে রাম রহিমের অদ্ভুত আচরণ

কারাগারে রাম রহিমের অদ্ভুত আচরণ

আন্তর্জাতিক ডেস্ক: একসময় যার কথা ধৈর্যসহ শুনতেন লাখ লাখ মানুষ। এখন তার কথা শোনার কেউ নেই। সুনারিয়া জেলের ৮ বাই ৮ মাপের কুঠুরিতে বসে দেয়ালের সঙ্গেই নাকি কথা বলছেন বাবা গুরমিত রাম রহিম। জেল থেকে ছাড়া পাওয়া দলিত নেতা স্বরাজ কিরাদ দুই দিন আগেই জানিয়েছিলেন, রাতে 'বাবা'র চিৎকারে সব কয়েদিরা অতিষ্ঠ হয়ে উঠেছে। তিনি কেঁদে কেঁদে বলেই চলেছেন, আমার কী দোষ? কী এমন ভুল করলাম?' এবার সে প্রশ্ন ছেড়ে দিয়ে দেয়ালের সঙ্গেই প্রলাপ বকে যাচ্ছেন তিনি!

এক সপ্তাহ কেটে গিয়েছে সুনারিয়া জেলের বাসিন্দা হয়েছেন তিনি। আরাম-আয়েশ সব কিছুই এখন তার ধরাছোঁয়ার বাইরে। জেলে দিনমজুরির ভিত্তিতে বাগানের কাজ করছেন। অন্য কয়েদিদের মতো দিনের শেষে জেল সুপারের ডাকে 'হাজির' বলে সাড়া দিচ্ছেন। বাবার নাকি মোটেই এ সব পছন্দ হচ্ছে না। না হওয়ারই কথা। তাই মাঝে মধ্যেই মেজাজ হারিয়ে ফেলছেন তিনি। রাত বাড়লেই শুরু হয় তার প্রলাপ বকা। জেলের অন্য কয়েদিরাও তার কাণ্ডকারখানার জন্য নাকি রীতিমতো বিরক্ত।

ওই জেল থেকে ছাড়া পেয়ে দলিত নেতা স্বরাজ কিরাদ জানিয়েছিলেন, যে দিন 'বাবা' সুনারিয়া জেলের কয়েদি হয়ে এলেন সে দিন থেকেই জেলের সমস্ত নজর গিয়ে পড়েছে তার উপর। ফলে যে সব কয়েদির রিলিজ অর্ডার বেরিয়ে গিয়েছে বা যাদের জামিন পাওয়ার বিষয় ঠিকঠাক হয়ে গিয়েছে- সব কিছুই আটকে গিয়েছে এই রাম রহিমের কারণে। শুধু তাই নয়, রাম রহিমকে যখন সেলের বাইরে বের করা হচ্ছে, অন্য কয়েদিদের তখন সেলের ভিতরে ঢুকিয়ে দিচ্ছেন কারারক্ষীরা। স্বরাজের মতে, এটা অন্য কয়েদিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। সে কারণে 'বাবা'কে অন্য সেলে রাখার ব্যবস্থা হয়েছে।

প্রসঙ্গত, দুই শিষ্যকে নির্যাতনের ঘটনায় গত ২৫ আগস্ট রাম রহিমকে দোষী সাব্যস্ত করে পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালত। ২৮ আগস্ট তাকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দেন বিচারক জগদীপ সিংহ। নিজের পালিতা কন্যা হানিপ্রীতকে নিজের কাছে রাখার জন্য বারবার আবেদন জানিয়েছেন জেলবন্দি রাম রহিম। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে গিয়েছে। তবে বাবাকে সাহায্য করার জন্য নিয়োগ করা হয়েছে জেলের দুই কয়েদিকে।

জেল সূত্রের খবর, প্রতিদিন জেলে তার সঙ্গে দেখা করতে আসার তালিকায় হানিপ্রীতের নাম রেখেছেন রাম রহিম। এ ছাড়াও সেই তালিকায় রয়েছেন রাম রহিমের মা নসীব কৌর, মেয়ে চরণপ্রীত ও আমনপ্রীত, ছেলে জসমিত, ছেলের বউ হুসানপ্রীত, দুই জামাই শানমিত ও রুহেমিত এবং ডেরা সচ্চা সৌদার ট্রাস্ট বিপাসনার চেয়ারপারসন দান সিংহ।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে