আন্তর্জাতিক ডেস্ক : বাজারগুলোতে পুঁটি মাছের চেয়েও এবার সস্তায় পাওয়া যাচ্ছে ইলিশ মাছ। সেখানকার বাজারগুলোতে পুঁটি মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০০ থেকে ৫০০ রুপিতে। অন্যদিকে আকার বুঝে ইলিশ পাওয়া যাচ্ছে প্রতি কেজি ১৫০ থেকে ৩০০ রুপিতে। বিক্রেতারা স্লোগান দিচ্ছেন- ‘দেড়শ’য় খান ইলিশ। ইলিশ মাছ দেড়শ’ । সস্তায় খান, ইলিশ খান।
কলকাতার সোদপুরের নাটাগড় বাজারে ইলিশ মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি দেড়শ’ রুপিতে। বড়গুলো দুইশ’ থেকে আড়াইশ’ রুপি। শুধু শহরতলীই নয়, খোদ কলকাতার মানিকতলা বাজার, দমদম নাগেরবাজার, বেহালা চৌরাস্তার বাজার, নিউমার্কেট বাজার, পার্ক সার্কাস বাজার, খিদিরপুর, লেকমার্কেট, যাদপুর এইট-বি বাজারে ইলিশের গড় দাম কেজি প্রতি দেড়শ’ থেকে তিনশ’ রুপি।
ইলিশের সামনে অন্য মাছগুলো যেন অনেকটা অসহায়ের মতো অবস্থা। মাছের পাত্রে চোখ বুঝে পড়ে রয়েছে রুই, কাতলা, বোয়াল, ভেটকি, চিংড়ি, পুঁটিসহ নানান রকমের মাছ।
ইলিশ বিক্রেতারা জানান, ‘প্রতিদিন নামখানা, বকখালি, রায়দীঘি, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, মেদেনীপুর ও দিঘায় প্রচুর ইলিশ ধরা পড়ছে। টনকে টন ইলিশ ছড়িয়ে পড়ছে গোটা রাজ্যে। মাত্র দুই সপ্তাহ আগেও যে ইলিশের দাম ছিল পাঁচশ’ থেকে সাতশ’ রুপি সেই ইলিশ এখন মাত্র দেড়শ’ থেকে তিনশ’তে বিক্রি হচ্ছে।’
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস