আন্তর্জাতিক ডেস্ক : এই মুহুর্তের খবর, মিসাইল-যুদ্ধবিমান আকাশে। উত্তর কোারিয়ার পরমাণু পরীক্ষার জবাবে ব্যালিস্টিক মিসাইলের মহড়া চালাল দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহ্যাপ সোমবার এই খবর প্রকাশ করেছে।
এই মহড়ায় হাইওমু ব্যালিস্টিক মিসাইল এবং এফ-১৫-কে যুদ্ধবিমান ব্যবহার করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। ক্ষেপণাস্ত্র মহড়ায় কম্পিউটারের মাধ্যমে উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা কেন্দ্রে কল্পিত হামলা চালানোর অনুশীলন করা হয়।
রবিবার উত্তর কোরিয়া হাইড্রোজেন বোমার পরীক্ষা চালানোর ঘোষণা দেওয়ার পর এই মহড়া চালাল সিওল। উত্তর কোরিয়ার বিরুদ্ধে শক্তি প্রদর্শন করাই ছিল মহড়ার মূল উদ্দেশ্য।
অন্যদিকে, উত্তর কোরিয়া পরমাণু বোমা পরীক্ষা করার কয়েক ঘণ্টার মধ্যেই প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিল আমেরিকা। মার্কিন ডিফেন্স সেক্রেটারি জিম ম্যাটিস পিয়ংইয়ং-কে বার্তা দিয়ে বলেন, আমেরিকা বা তাদের কোনও বন্ধু-দেশে হামলা করলে সামরিক পথেই জবাব দেবে ওয়াশিংটন। এখনও পর্যন্ত সবথেকে শক্তিশালী পরমাণু বোমা বিস্ফোরণ ঘটানোর পরেই কিম জং উনকে এই হুমকি দেওয়া হয়েছে।
এছাড়া পরমাণু বোমা পরীক্ষা সফল, উত্তর কোরিয়া এই ঘোষণা করার পরেই আশঙ্কা প্রকাশ করে ট্যুইট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিস্ফোরণের ঘটনাকে ‘ভয়ঙ্কর’ বলে বর্ণনা করেছেন তিনি। আমেরিকার জন্য এই ধরনের বিস্ফোরণ পরিপন্থী বা শত্রুতামূলক বলেও উল্লেখ করেছেন ট্রাম্প। ঘটনার কয়েক ঘণ্টা পরেই এই ট্যুইট করেন তিনি।
ট্রাম্প আরও বলেন, ‘উত্তর কোরিয়া হল একটি নিষ্ঠুর দেশ যা হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্পের দাবি, দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার আলোচনাতেও কোনও লাভ হবে না। কারণ উত্তর কোরিয়া কিছুই বুঝতে রাজি নয়।-কলকাতা২৪
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস