আন্তর্জাতিক ডেস্ক : উত্তর ভারতের হরিয়ানার সিরসায় গুরমিত রাম রহিম সিংয়ের ডেরা সাচ্চা সওদার মূল আশ্রম থেকে বিপুল পরিমাণ অস্ত্র-শস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেইসঙ্গে ১৮ জন মেয়েকেও উদ্ধার করা হয়েছে।
তবে রাম রহিমের জেলে যাওয়ার পর এক সপ্তাহ কেটে গেলেও এখনও গোটা এলাকা ঘিরে রেখেছে সেনাবাহিনী। ভেতরে তল্লাশি অভিযান চলছে। মেয়ে গুলোর বয়স ১৮ বছরের নিচে।
রাম রহিম জেলে যাওয়ার পরই সিরসায় ডেরার আস্তানা থেকে তার পরিবার ও পালিত কন্যা হানিপ্রীত বেপাত্তা। কিন্তু তখন তল্লাশিতে কিছুই মেলায় হরিয়ানা প্রশাসনের বিরুদ্ধে গাফিলতি ও ষড়যন্ত্রের অভিযোগ ওঠে। পুলিশ রাম রহিমের পরিবারকে পালানোয় মদত দিয়েছে বলেও অভিযোগ ওঠে।
অবশ্য পুলিশ দাবি করে প্রায় ১০০০ একর জায়গার ওপর এই আশ্রমে তল্লাশি চালানো একদিনের কাজ নয়। এরপর প্রায় এক সপ্তাহ পরে ডেরা হেডকোয়ার্টার থেকে বিপুল অস্ত্র -শস্ত্র উদ্ধার করল পুলিশ।
ডেরা হেডকোয়ার্টারে তল্লাশি অভিযানে ১৮ জন নাবালিকা ও ৩৪ জন নাবালককে উদ্ধার করা হয়েছে। অপরদিকে রোহতক জেলে এখন অনেকটাই ধাতস্থ হয়েছেন রাম রহিম। জেলে বাগানের কাজেও লেগেছেন তিনি।
দৈনিক ৪০ টাকা মজুরি দেওয়া হবে তাকে। তবে এখনও মাঝে-মধ্যেই দেওয়ালের সঙ্গে কথা বলেন তিনি। রাত হলে কান্নাকাটিও শুরু করছেন। জেলের খাওয়া-দাওয়া নিয়েও অভিযোগ করেছেন তিনি।
এমটিনিউজ/এসএস