সোমবার, ০৪ সেপ্টেম্বর, ২০১৭, ০৪:৪৩:৪৬

পাকিস্তানের উচিত বাংলাদেশকে অনুসরণ করা : মালালা

পাকিস্তানের উচিত বাংলাদেশকে অনুসরণ করা : মালালা

আন্তর্জাতিক ডেস্ক : গত ১০ দিনে ৯০ হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে বাংলাদেশে। মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানের মুখে পড়ে দেশ ছেড়েছেন এসব রোহিঙ্গা, আশ্রয় নিয়েছেন বাংলাদেশে। আর তাদেরকে সাধ্যমতো খাবার-আশ্রয় দিয়েছে বাংলাদেশ। রোহিঙ্গা শিশুদের শিক্ষার ব্যবস্থাও নেয়া হয়েছে।

এ জন্য বাংলাদেশের প্রশংসা করে শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই বলেছেন, পাকিস্তানের উচিত বাংলাদেশকে অনুসরণ করা। শুধু পাকিস্তান নয়, অন্য দেশগুলোকেও বাংলাদেশ থেকে শিক্ষা নিতে বলেছেন তিনি।

গত ২৫ আগস্ট সেনা অভিযান শুরুর পর রাখাইনে এ পর্যন্ত ৪০০ রোহিঙ্গার মৃত্যুর খবর পাওয়া গেছে। রোহিঙ্গাদের ঘর-বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় জিরো পয়েন্টে অবস্থানকারী রোহিঙ্গাদের ওপরও গুলি ছুড়ছে মিয়ানমারের সেনাবাহিনী।

এ ঘটনার নিন্দা জানাতে মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা এবং শান্তিতে নোবেলবিজয়ী অং সান সুচির প্রতি আহ্বান জানিয়েছেন মালালা। টুইটারে তিনি লিখেছেন, আমি সবসময় এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আসছি। আমি রোহিঙ্গা নিধনের ঘটনায় সুচির নিন্দা জানানোর অপেক্ষায় আছি।  
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে