সোমবার, ০৪ সেপ্টেম্বর, ২০১৭, ০৮:০৩:৪৬

রোহিঙ্গারা মিয়ানমারের না হলে প্রজন্মের পর প্রজন্ম ধরে রয়েছে কীভাবে : নোবেলজয়ী মালালার প্রশ্ন

রোহিঙ্গারা মিয়ানমারের না হলে প্রজন্মের পর প্রজন্ম ধরে রয়েছে কীভাবে : নোবেলজয়ী মালালার প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্ক :  মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গারা মিয়ানমারের নয়- দেশটির কর্তৃপক্ষের এমন বক্তব্যের সমালোচনা করেছেন পাকিস্তানের শিক্ষা আন্দোলনকর্মী ও শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। তিনি বলেছেন, রোহিঙ্গারা যদি মিয়ানমারেরই না হয়ে থাকেন তবে তারা কীভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে সেখানে বসবাস করছে।

মালালা রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিকত্ব দেওয়ারও আহ্বান জানান। একইসঙ্গে দেশটিতে রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক সহিংসতায় নিন্দা ও উদ্বেগ জানিয়ে সেই দেশের শান্তিতে নোবেলজয়ী নেত্রী অং সান সু চির নীরবতার সমালোচনাও করেছেন তিনি।

সাম্প্রতিক সহিংসতায় সু চির নিন্দা জানানোর অপেক্ষায় আছেন বলেও জানান মালালা।

সাম্প্রতিক সহিংসতায় মিয়ানমারে কয়েক শ রোহিঙ্গা মুসলমান নিহত হয়েছেন। এ ছাড়া সীমান্ত পাড়ি দিয়ে এ পর্যন্ত বাংলাদেশে প্রায় ৭৩ হাজার রোহিঙ্গা জনগোষ্ঠী প্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে