আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের প্লানোর শহরের এক বাড়িতে রোববার সন্ধ্যায় ভয়াবহ গোলাগুলিতে ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সন্দেহভাজন বন্দুকধারী পুলিশের গুলিতে মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পার্টি চলার সময় ওই বাড়িতে এক ব্যক্তি হাজির হয়ে বাইরে এক নারীর সঙ্গে তর্কে লিপ্ত হয়, তর্কাতর্কির এক পর্যায়ে ওই নারী বাড়ির ভিতরে চলে গেলে আগন্তুক ব্যক্তি একটি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে বাড়িটির ভিতরে প্রবেশ করে গুলি করতে শুরু করে।
প্লানোর পুলিশ কর্মকর্তা ডেভিড টিলেই বলেন, স্থানীয় সময় রাত ৮ টার এই গোলাগুলির ঘটনা ঘটে। গুলিবর্ষণের খবর পেয়ে পুলিশ সেখানে যায়।
প্রথম যে কর্মকর্তা সেখানে যান তিনি বাড়িটির ভিতরে প্রবেশ করে সন্দেহভাজন গুলিবর্ষণকারীর মুখোমুখি হয়ে তাকে গুলি করে হত্যা করেন বলে জানান টিলে।
তিনি বলেন, গুলিতে আহত অপর দুই ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এই হামলার উদ্দেশ্য কি ছিল সেটি খুঁজে বের করার চেষ্টা হচ্ছে। ঘটনায় জড়িত সবাই প্রাপ্তবয়স্ক। কিন্তু এই ঘটনায় নিহতদের সঙ্গে সন্দেহভাজনের কি সম্পর্ক ছিল এখনো নিশ্চিত নয়।সূত্র- ইউএসএ টুডে
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস